নীলফামারীতে অগ্নিকাণ্ডে ৫ পরিবারের ১৩ঘর পুড়ে ছাই

প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২২

এ জি মুন্না, নীলফামারীঃ

নীলফামারীর কুন্দপুকুরে অগ্নিকান্ডে পাঁচ পরিবারের ১৩টি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের গুড়গুড়ি ব্রাম্মণপাড়ায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থরা হলেন চিত্ত রঞ্জন, বিলাস চক্রবর্তি, বিনয় চক্রবর্তি, সুকুমার চক্রবর্তি ও মাখন চক্রবর্তি। অগ্নিকাণ্ডে নগদ অর্থ আসবাবপত্র সহ প্রায় ২০লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

কুন্দপুকুর ইউনিয়ন পরিষদের সচিব জাহাঙ্গীর আলম জানান, বিকেলে অগ্নিকান্ডের সুত্রপাত হলে মুহুর্ত্বের মধ্যে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে।

এতে আগুনে ১৩টি ঘর ছাড়াও নগদ টাকা ও আসবাব পত্র পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে তাৎক্ষনিক ভাবে শুকনো খাবার ও কম্বল দেয়া হয়েছে উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিরা।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্স নীলফামারীর সিনিয়র স্টেশন অফিসার মিয়ারাজ উদ্দিন বলেন, খবর পেয়ে তাৎক্ষনিক ভাবে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
প্রাথমিকভাবে জানা গেছে, এলাকার চিত্ত রঞ্জনের ঘরে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।




error: Content is protected !!