নীলফামারীতে তিস্তা নদীর পানি কমেছে

প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২০

এ জি মুন্না- নীলফামারী জেলা প্রতিনিধিঃনীলফামারী জেলায় তিস্তা নদীর পানি কমছে। শনিবার (২৫জুলাই)বিকেলে তিস্তা ব্যারাজ পয়েন্টে এই নদীর পানি বিপৎসীমার ২৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।

গতকাল শুক্রবার(২৪জুলাই) বিকেলে সেখানে পানি আরও কম ছিল। ওই সময় তিস্তার পানি বিপৎসীমার ৩২ সেন্টিমিটার নিচে ছিল। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র এ তথ্য জানিয়েছে।

পাউবো সূত্র জানায়, ২১ জুলাই তিস্তার পানি বৃদ্ধি পেয়ে ২২ জুলাই সন্ধ্যা ৬টা পর্যন্ত বিপৎসীমার ২২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।

ওই সময় পানি বাড়ায় জেলার ডিমলা উপজেলার পূর্বছাতনাই, খগাখড়িবাড়ি, টেপাখড়িবাড়ি, খালিশা চাঁপানী, ঝুনাগাছ চাঁপানী ও গয়াবাড়ি ইউনিয়নের ১৫টি গ্রাম প্লাবিত হয়। এতে এসব গ্রামের প্রায় ২০ হাজার মানুষ তৃতীয় দফায় পানিবন্দী হয়ে পড়ে।




error: Content is protected !!