নীলফামারীতে বজ্রপাতে এক কৃষকের মৃতু,পৃথক স্হানে আহত ৫জন

প্রকাশিত: ৯:১৬ অপরাহ্ণ, জুন ১, ২০২০

এ জি মুন্না- নীলফামারী জেলা প্রতিনিধি : নীলফামারীতে বজ্রপাতে এক কৃষকের মৃতুর খবর নিশ্চিত করেছে সদরথানা ওসি।সোমবার(১ লা জুন) বিকাল ৩টার দিকে জেলা সদরের কুন্দুপুকুর ইউনিয়নের উত্তর বালাপাড়া গ্রামের এ ঘটনা ঘটে।

প্রয়াত মজিদুল ইসলাম (৩২) ওই গ্রামের মৃত সহির উদ্দীনের ছেলে।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মমিনুল ইসলাম বলেন, বজ্রপাতে কুন্দুপুকুরে এক কৃষকের মৃত্যু হয়েছে। 

একই সময় উপজেলার রামনগর, টুপামারী ইউনিয়নের বজ্রপাতে আরো পাঁচ ব্যক্তি আহত হয়েছেন। এদের মধ্যে তিনজন নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কুন্দপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী চৌধুরী জানান, জমি থেকে পাকা ধান নিয়ে বাড়ি ফিরছিলেন মজিদুল ইসলাম। এ সময় বজ্রপাতে আহত হন ওই কৃষক।স্থানীয়রা তাকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।




error: Content is protected !!