নীলফামারীতে “বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশন” এর আলোচনা সভা ও বৃক্ষরোপন কর্মসূচী

মোঃ মেজবাউল হোসেন,নীলফামারী(ডিমলা)প্রতিনিধিঃ “সুখে দুঃখে সব সময়” স্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডিমলায় বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশন, নীলফামারী জেলা শাখার আয়োজনে আলোচনা সভা ও বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
অদ্য শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ডিমলা উপজেলা পরিষদ হলরুমে বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশনের ডিমলা উপজেলা প্রধান স্বেচ্ছাসেবক মোঃ আতাউর রহমান এর সঞ্চালনায় ও নীলফামারী জেলা শাখার জেলা প্রধান স্বেচ্ছাসেবক মোঃ সেকেন্দার আলী বাদশার সভাপতিত্বে উপস্থিত ছিলেন ডিমলা থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক মোঃ আনোয়ারুল হক সরকার মিন্টু, ডিমলা সরকারী মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোখলেছুর রহমান, জেলা পরিষদ সদস্য ফেরদৌস পারভেজ, ছাত্রলীগের আহবায়ক আবু সায়েম সরকার, রংপুর বিভাগীয় সহ-প্রধান স্বেচ্ছাসেবক বুলবুল আহমেদ সহ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশন নীলফামারী জেলার জেলা সহ-প্রধান, উপজেলা প্রধান, সহ-প্রধান, ইউনিয়ন প্রধান স্বেচ্ছাসেবক সহ সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবক গণ।
এসময় জেলা সহ-প্রধান স্বেচ্ছাসেবকগণ সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে উপস্থাপন করেন।