মোঃ সাগর আলী, নীলফামারী ঃ
নীলফামারীতে তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে আবারও ৩৭৫ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহার মুজিববর্ষের ঘর।
একই দিনে নীলফামারী জেলার ডিমলা উপজেলাকে “ভূমিহীন ও গৃহহীনমুক্ত” ঘোষণা করা হবে।
মঙ্গলবার (১৯জুলাই) সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন।
এ সময় সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক বলেন, আশ্রয়ণ-২ প্রকল্পের অধীনে নীলফামারী জেলায় তৃতীয় পর্যায়ে মোট ১৫৮০ টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে ০২ শতক জমি বন্দোবস্ত প্রদানপূর্বক (০১)একটি গৃহ নির্মাণের বরাদ্দ দিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী। সে বরাদ্দের তৃতীয় পর্যায়ের প্রথম ধাপে ১২০৫ টি পরিবারকে মুজিববর্ষের এ ঘর দেয়া হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী আগামী ২১ জুলাই বৃহস্পতিবার তৃতীয় পর্যায়ের ২য় ধাপে বাকী ৩৭৫ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে মুজিববর্ষের উপহার ঘর দেয়া হবে। সেই সাথে ৬৮৮ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে মুজিববর্ষের এ ঘর উপহার দিলে নীলফামারী জেলাকে ” ভূমিহীন ও গৃহহীনমুক্ত” ঘোষণা করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আজাহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মোজাম্মেল হক রাসেল, জেলায় কর্মরত ইলেক্টনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা।