নেছারাবাদে ব্র্যাকের উদ্যোগে পুরুষ ও যুবকদের নিয়ে সময় সভা অনুষ্ঠিত
পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর জেলার নেছারাবাদ থানার আদর্শ বয়া গ্রামে ৩ নং পল্লীসমাজে
ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আয়োজনে আজ বুধবার ২ ফেব্রুয়ারি পুরুষ ও যুবকদের নিয়ে একটি সময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত
সভায় রিসোর্স হিসেবে উপস্থিত ছিলেন শতাধিক নারী পুরুষসহ ইউপি সদস্য মহাসিন বলদিয়া ইউনিয়ন পরিষদ।এসময় সভা পরিচালনা করেন হারুন
অর রশীদ, ডিপুটি ম্যানেজার,ভাউসি এন্ড কমিউনিটি মোবালাইজিং, সেলপ,
পিরোজপুর। সার্বিকভাবে সহায়তা করেন, মোঃ হাবিবুর রহমান,
এসোসিয়েট অফিসার ,সেলপ, নেছারাবাদ। পুরাতন ধ্যানধারনা, ক্ষতিকর
আচারন ও কুসংস্কার সমাজ থেকে ঝেড়ে ফেলা, ঘরের কাজ ও সন্তান লালন পালনে
নারীকে সহযোগীতা করা এবং সিদ্ধান্ত গ্রহনে নারীর অংগ্রহন বাড়ানো
প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করেন।
সভায় নারী পুরুষের কাজের ভিন্নতা নিয়ে আলোচনা করা হয়। তাছাড়া নারী
পুরুষের ভিতর বৈষম্যগত দিক নিয়ে আলোচনা করা হয়। এটা থেকে পরিত্রানের
উপায় নিয়ে আলোচনা করা হয়। এসময় বক্তারা সভায় সবাই প্রতিশ্রুতি দেন তারা নারীকে সার্বিককাজে
সহযোগীতা করবে। এটা পরিবার ও সমাজ উন্নয়নের একটা বড় মাইলফলক
হিসেবে থাকবে।বিভিন্ন পরিকল্পনা গ্রহনের মধ্যে দিয়ে সভার কার্যক্রম সমাপ্ত করেন।