নোয়াখালীর কবিরহাটে আনন্দ মিছিল

প্রকাশিত: ৪:২২ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২১

মোঃইব্রাহিম নোয়াখালী প্রতিনিধি।
তৃতীয়বারের মতো নোয়াখালীর কবিরহাট উপজেলার কবিরহাট পৌরসভা নির্বাচনের আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন পেলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব জহিরুল হক রায়হান। শনিবার (১৩ মার্চ) গণভবনে অনুষ্ঠিত শেখ হাসিনার সভাপতিত্বে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড এ সিদ্ধান্ত প্রদান করেন। এই সংবাদ কবিরহাট এলাকায় পৌঁছা মাত্রই সন্ধ্যার পর শত শত জনতা কবিরহাট বাজারে আনন্দ মিছিল বের করে। তারা পরস্পর পরস্পরকে মিষ্টি মুখ করায়। দলীয় নেতাকর্মীরা ছাড়াও আনন্দ মিছিলে অংশ নেন কবিরহাট বাজারের ব্যবসায়ীরা সহ বিভিন্ন স্তরের মানুষ।
কবিরহাট পৌরসভা থেকে আওয়ামী লীগ দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন জনাব জহিরুল হক রায়হান, রেজাউল হক শাহীন ও আওয়ামী লীগ নেতা রতন। সাম্প্রতিক সময়ে নোয়াখালীর রাজনৈতিক বিভিন্ন ঘটনাবলীর কারণে অনেকেই মনে করেছিলেন কবিরহাট পৌরসভায় এবার মেয়র পদে মনোনয়নে পরিবর্তন হতে পারে। অনেকের ধারণা কে পিছনে ফেলে আওয়ামী লীগ মনোনয়ন বোর্ড কবিরহাট এর উন্নয়নের কারিগর তরুণ রাজনীতিবিদ জনাব জহিরুল হক রায়হান কে বেছে নিলেন।
জহিরুল হক রায়হান প্রথম মেয়র নির্বাচিত হন ২০১১ সালে। ২০১৬ সালের নির্বাচনে জেলা আওয়ামী লীগ এর একটি অংশ জহিরুল হক রায়হান এর তীব্র বিরোধিতা করলেও দ্বিতীয়বারের মতো তার মনোনয়ন ঠেকাতে পারেনি। তৃতীয়বারের মতো মেয়র পদে মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় জনাব জহিরুল হক রায়হান দৈনিক আমার সংবাদকে বলেন, আমি দীর্ঘ তিন দশক এর উপরে এই এলাকার মাটি ও মানুষের সাথে মিশে আছি।আমার নেতা ওবায়দুল কাদেরের নির্দেশে যেকোনো সময়ে যেকোনো পরিস্থিতিতে আমি দলের নেতা-কর্মী তথা এলাকার জনগণের পাশে ছিলাম আছি যার পুরস্কার স্বরূপ আমার নেতা আমাকে মূল্যায়ন করেছেন। আমাকে দলীয় মনোনয়ন প্রদান করার জন্য আমি দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও আমার নেতা আমার অভিভাবক বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাধারন সম্পাদক জনাব ওবায়দুল কাদেরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার নেতা আমাকে যে মূল্যায়ন করেছেন পৌরসভার সেবার মান বৃদ্ধি করে নেতার প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা প্রমাণ করবো।
জহিরুল হক রায়হান এ প্রসঙ্গে আরো বলেন, দলের নেতাকর্মীসহ পৌরবাসী অতীতে যেভাবে আমাকে সমর্থন সহযোগিতা দিয়ে এসেছে আমি মনে করি আগামীতেও তারা আমাকে সেভাবে আমার সাথে থাকবেন। সব সময় আমার সাথে থাকার জন্য পৌরবাসী সহ সকল নেতাকর্মীদের প্রতি আমি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।




error: Content is protected !!