মোঃইব্রাহিম নোয়াখালী প্রতিনিধি।
বেগমগঞ্জ উপজেলা পরিষদ উপনির্বাচনে রবিবার আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থী হিসাবে দুই জনসহ ছয়জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।
বেগমগঞ্জ উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বেগমগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ওমর ফারুক বাদশা মারা যাওয়ায় শুন্য পদে ১০ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী ১৫ নভেম্বর মনোনয়নপত্র দখিলের শেষ দিন পর্যন্ত আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে শাহনাজ বেগম ও বিএনপির মনোনয়ন নিয়ে মঞ্জুরুল আজীম সুমন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ ছাড়া জাসদ থেকে মোহাম্মদ মফিজুর রহমান, স্বতন্ত্র হিসাবে মোহাম্মদ যোবায়ের হোসেন,আমিনুল হক মুন্না, মোহাম্মদ কবির হোসেন। ১৭ নভেম্বর যাচাই বাছাই, ২৩ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। অবশ্য ইতিপূর্বে ১০ জন মনোনয়নপত্র কিনেছেন।
বেগমগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা বিমলেন্দু কিশোর পাল জানান, বেগমগঞ্জ উপজেলায় ভোট কেন্দ্রের সংখ্যা ১৪৬ টি। মোট ভোটার চার লক্ষ ১৬ হাজার ২৩৪জন। তম্মেধ্যে পুরুষ ভোটার দুই লক্ষ ১৫ হাজার ৯৯৮, মহিলা ভোটার দুই লক্ষ ২৩৬ জন।
উল্লেখ্য, ২৭ সেপ্টেম্বর বেগমগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ওমর ফারুক বাদশা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। উপনির্বাচনে মরহুম ওমর ফারুক বাদশার স্ত্রী শাহনাজ বেগমকে আওয়ামী লীগ মনোনয়ন দেন। বিএনপির প্রার্থী হিসাবে জাতীয়তাবাদী যুবদলের চট্রগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল আজীম সুমনকে মনোনয়ন দেন।