নোয়াখালী সেনবাগে করোনায় মুয়াজ্জিনের মৃত্যু

প্রকাশিত: ১:৪১ অপরাহ্ণ, জুন ১, ২০২০

মোঃ ইব্রাহিম,নোয়াখালী প্রতিনিধি।
নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন মোজাম্মেল হোসেন (৪৪) নামে মসজিদের একজন মুয়াজ্জিন। সোমবার সকাল সোয়া ৯টার দিকে উত্তর সাহাপুর গ্রামে তার মৃত্যু হয়।
নিহত মোজাম্মেল হোসেন জেলার সদর উপজেলার সোনাপুর এলাকার বাসিন্দা। তিনি উত্তর সাহাপুর মসজিদের মুয়াজ্জিন ছিলেন। পরিবার নিয়ে সেখানেই ভাড়া বাড়িতে থাকতেন। সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মতিউর রহমান জানান, ‘করোনার উপসর্গ থাকায় মোজাম্মেল হোসেনের নমুনা সংগ্রহ করে আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়। গত ২৩ তার রিপোর্ট পজিটিভ আসে। এরপর থেকে তিনি নিজ বাড়িতে আইসোলেশনে ছিলেন। সোমবার সকালে সেখানেই তার মৃত্যু হয়। সব ধরনের নিয়ম মেনে তার লাশ দাফনের ব্যবস্থা করা হচ্ছে।
তিনি আরও জানান, এ নিয়ে সেনবাগ উপজেলায় করোনায় মৃতের সংখ্যা চারজন। যার মধ্যে একজন চট্টগ্রাম থেকে আক্রান্ত হয়ে সেনবাগের কাবিলপুরে এসে গত ২৭ তারিখে মারা যান। অন্যদিকে গোটা নোয়াখালীতে করোনায় মৃতের মোট সংখ্যা দাঁড়ালো ১৫ জনে।




error: Content is protected !!