নোয়াখালীতে নতুন করে শনাক্ত ২৬ মোট আক্রান্ত ১৩৪০

প্রকাশিত: ৯:১৬ অপরাহ্ণ, জুন ১৪, ২০২০

মোঃ ইব্রাহিম নোয়াখালী প্রতিনিধি।
নোয়াখালী জেলায় নতুন করে আরও ২৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩৪০ জনে। এ ছাড়া জেলায় করোনায় মৃত্যু হয়েছে ৩৫ জনের। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩৬৪ জন।
এ দিকে করোনার হটস্পট নোয়াখালীর সদর ও বেগমগঞ্জের অধিকাংশ এলাকায় লকডাউন চলছে। এতে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি বাড়ছে।আজ রবিবার বিকেলে জেলা সিভিল সার্জন ডা. মোমিনুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গত ১১ও ১২ জুন তাদের শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষা জন্য আব্দুল মালেক উকিল মেডিক্যাল কলেজ ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ল্যাবে পাঠানো হয়। পরে ১৩ জুন রাতে তাদের রিপোর্ট আসলে তাতে করোনা পজিটিভ আসে। আক্রান্তদের মধ্যে রয়েছে নোয়াখালী সদর উপজেলায় ১৪ ও চাটখিলে ১২ জন।আক্রান্তদের মধ্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রয়েছেন। তাদের মধ্যে ৩২ জনকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে অস্থায়ী আইসোলেশনে রাখা হয়েছে। ৩০৯ জন সুস্থ হয়ে বাড়ী ফিরে গেছেন। ৩৫ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। উপজেলা ভিত্তিক আক্রান্তের সংখ্যা হচ্ছে নোয়াখালী সদর ৪১৫ জন, সুবর্ণচর ৩৯, হাতিয়া ১০, বেগমগঞ্জ ৫১২, সোনাইমুড়ী ৭৪, চাটখিল ১০২, সেনবাগ ৭৫, কোম্পানীগঞ্জ ১৭ ও কবিরহাট ৯৬ জন।




error: Content is protected !!