নোয়াখালীতে নতুন শনাক্ত ৬৯ মোট আক্রান্ত ১৮০৯ মৃত্যু ৪০ জনের

প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, জুন ২৪, ২০২০

মোঃ ইব্রাহিম,নোয়াখালী প্রতিনিধি।
নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬৯ জন করোনাভাইরাসে শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ১২ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৮০৯। এখন পর্যন্ত ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪০ জনের ও মোট সুস্থের সংখ্যা ৬৮০। বুধবার দুপরে জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার এসব তথ্য নিশ্চিত করেন।নতুন শনাক্তদের মধ্যে সদরে ১৯, বেগমগঞ্জে ৮, সোনাইমুড়ীতে ১, কবিরহাটে ১১, হাতিয়ায় ৩, চাটখিলে ৩, কোম্পানীগঞ্জে ১৩ ও সুবর্ণচর উপজেলায় ১১ জন রোগী রয়েছে।
সিভিল সার্জন বলেন, গত ২১ ও ২২ জুন তাদের শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষা জন্য আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) করোনা ল্যাবে পাঠানো হয়। পরে ২৩ জুন রাতে রিপোর্ট আসলে তাতে ৬৯ জনের করোনা পজিটিভ আসে। এ যাবৎ দুইটি ল্যাবে মোট ৯৮৯৯টি স্যাম্পল পাঠানো হয়। ফলাফল এসেছে- ৮৮৩৩ জনের।
জেলায় আক্রান্তদের মধ্যে বেগমগঞ্জে সর্বোচ্চ ৫৯৯, সদরে ৫৯৪, চাটখিলে ১১৩, সোনাইমুড়ীতে ৮৯, কবিরহাটে ১৫৪, কোম্পানীগঞ্জে ৬৮, সেনবাগে ৮৫, হাতিয়ায় ১৫ ও সুবর্ণচরের ৯২ জনসহ মোট ১৮০৯ জন রয়েছেন।




error: Content is protected !!