নোয়াখালীতে নিখোঁজ কিশোরের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৯:৫২ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২১

মোঃইব্রাহিম নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর বেগমগঞ্জে নিখোঁজের আট ঘণ্টা পর এক কিশোরের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের হরিবল্লপুর গ্রামের একটি বাগান থেকে রোববার বেলা সাড়ে ১১টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।নিহত ১৭ বছর বয়সী মো. রাশেদের বাড়ি একই ইউনিয়নের আলাইয়াপুর গ্রামে। সে ঢাকায় নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করত।নিহতের মা পূর্ণিমা বেগম ও চাচাতো ভাই আনোয়ার হোসেন জানান, পাঁচ থেকে ছয় দিন আগে রাতে বাড়ির সামনের রাস্তায় চোখে টর্চ লাইটের আলো পড়াকে কেন্দ্র করে রাশেদের সঙ্গে একই বাড়ির রুবেলের ঝগড়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে রুবেলের সহযোগীরা রাশেদকে তিন দফায় বেধড়ক মারধর করে।
পরে মারধরের ঘটনায় রাশেদের পরিবার বেগমগঞ্জ থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ তদন্তে আসে। পুলিশ আসায় তারা আরও ক্ষিপ্ত হয়ে শুক্রবার সকালে রাশেদকে না পেয়ে তার চাচা লোকমান হোসেনকে মারধর করে।
এরপর শনিবার রাত ১০টা থেকে নিখোঁজ হয় রাশেদ। রোববার সকালে বাড়ি থেকে আনুমানিক পৌনে দুই কিলোমিটার দূরে একটি বাগানে তার মরদেহ দেখতে পান স্থানীয়রা।নিহতের পরিবার অভিযোগ করে বলে, ‘রুবেল ও তার সহযোগীরাই রাশেদকে ধরে নিয়ে গিয়ে মাথায় গুলি করে হত্যা করেছে। খুনিরা স্থানীয় এক জনপ্রতিনিধির ছত্রছায়ায় রয়েছেন।হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে নিহতের পরিবার।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান সিকদার জানান, পূর্ব শত্রুতার জেরে রাশেদকে রোববার গভীর রাতে মাথায় গুলি করে হত্যা করে খুনিরা। পরে মরদেহ একটি বাগানে ফেলে দেয়।পরিবারের অভিযোগের ভিত্তিতে পরে আইনগত ব্যবস্থা নেয়া হবে।




error: Content is protected !!