মোঃইব্রাহিম নোয়াখালী প্রতিনিধি
সুসজ্জিত গাড়িতে চেপে অবসরে গেলেন নোয়াখালীর সুধারাম মডেল থানার কনস্টেবল মো. জাফর উল্যাহ। দীর্ঘ ৪০ বছরের চাকরিজীবনের শেষ দিনটি স্মরণীয় করে রাখার জন্য বর্ণাঢ্য আয়োজনে তাকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার (০২ আগস্ট) রাত ১০টায় সুধারাম মডেল থানা পুলিশ এ বিদায়ী সংবর্ধনার আয়োজন করে।
কনস্টেবল মো. জাফর উল্যাহ কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের মনিনগর গ্রামের মৃত ছায়েদুল হকের ছেলে। তিনি ১৯৮১ সালের ১ ফেব্রুয়ারি পুলিশ বাহিনীতে যোগদান করেন। দীর্ঘ ৪০ বছর ৬ মাস দেশের বিভিন্ন থানায় দক্ষতা ও সুনামের সঙ্গে তিনি দায়িত্ব পালন করেছেন। তার চাকরিজীবনের শেষ দিনটিকে স্মরণীয় করতে বিশেষ আয়োজন করেন শেষ কর্মস্থল সুধারাম মডেল থানার সহকর্মীরা।রাত ১০ টায় তাকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। এ সময় তার হাতে ফুল ও উপহার সামগ্রী তুলে দেন সহকর্মীরা। এরপর পুলিশের সুসজ্জিত গাড়িতে করে মো. জাফর উল্যাহকে নোয়াখালীর কবিরহাট উপজেলার গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়া হয়। মো. জাফর উল্যাহ বলেন, চাকরিজীবন শেষে এমন সম্মান অনেকের ভাগ্যে জোটে না। আমি আজ সত্যিই আনন্দিত। আমার অবসরে যাওয়ার সময় এমন সম্মান প্রদর্শন করার জন্য সুধারাম মডেল থানা পুলিশকে অসংখ্য ধন্যবাদ।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন বলেন, পুলিশ কনস্টেবল মো. জাফর উল্যাহ অবসরে যাওয়ার পর তাকে বর্ণাঢ্য আয়োজনে বিদায়ী সংবর্ধনা দিয়েছি আমরা। তিনি গত ১০ মাস ধরে সুধারাম মডেল থানায় কর্মরত ছিলেন। তাকে বিদায়ী শুভেচ্ছা জানানোসহ উপহার সামগ্রী দেওয়া হয়েছে। পরে আমি নিজেই গাড়িতে করে উনাকে বাড়িতে পৌঁছে দিয়েছি।
ওসি আরও বলেন, সুধারাম মডেল থানায় এর আগে এতো আয়োজন করে গাড়ি সাজিয়ে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান হয়নি। প্রবীণ এই পুলিশ সদস্যের চাকরিজীবনের শেষ মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে বিশেষ এই আয়োজন করতে পেরে আমি সত্যিই আনন্দিত।