নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাস্ক না থাকায় ১০হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ণ, জুন ৬, ২০২০

মোঃইব্রাহিম নোয়াখালী প্রতিনিধি
করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারের দেওয়া নিষেধ অমান্য করে মাস্ক ব্যবহার না করায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় অভিযান দুই ব্যক্তিকে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।এসময় ভবিষ্যতের জন্য তাদের সর্তকও করা হয়।
শুক্রবার রাতে বসুরহাট বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রাতে বসুরহাট বাজারে মাস্ক ছাড়া লোকজন ঘুরাঘুরি করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় দুই পথচারীকে আটক করে ৫ হাজার টাকা করে উভয়কে ১০হাজার টাকা অর্থদন্ড করা হয়। অভিযানে সহযোগিতা করে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান ভ্রাম্যমাণ আদালতের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরও জানান, বর্তমান পরিস্থিতিতে মাস্ক ব্যবহার না করায় ১জনকে পাঁচ হাজার টাকা করে ২ পথচারীকে দশ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।




error: Content is protected !!