নোয়াখালীর চৌমুহনীতে ভয়াবহ আগুনে বাসা ও ফ্যাক্টরী পুড়ে ছাই।

প্রকাশিত: ২:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২১

মোঃইব্রাহিম নোয়াখালী প্রতিনিধি।
নোয়াখালীর চৌমুহনী ষ্টেশন রোড সংলগ্ন হাজীপুরে ভয়াবহ আগুন লেগে ফ্যাক্টরী ও একটি বাসার ৬টি কক্ষ পুড়ে ছাই হয়ে যায়। এতে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাটি সোমবার রাত ১০টার দিকে ঘটেছে। বাসার মালিক মোঃ শিমুল জানান, ষ্টেশন রোড সংলগ্ন হাজীপুরে তাদের বাসায় সোমবার রাতে হটাৎ আগুন লেগে ৬টি কক্ষ এবং তৎসংলগ্ন একটি আইসক্রিম ফ্যাক্টরীতে আগুন লেগে সম্পুর্নরূপে পুড়ে ছাই হয়ে যায়। এতে ১ কোটি ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বর্তমানে তারা নিঃস্ব হয়ে খোলা আকাশের নিচে দিন কাটছে। তবে আগুন কিভাবে লাগলো জানতে পারিনি। চৌমুহনী ফায়ার ষ্টেশনের ইনচার্জ জহিরুল ইসলাম জানান, খবর পেয়ে চৌমুহনী ও মাইজদী ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমান এখনো তৈরী করা হয়নি। বেগমগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহনাজ বেগম ও চৌমুহনী পৌরসভার মেয়র আক্তার হোসেন ফয়সলসহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে।




error: Content is protected !!