নৌকা’কে বিজয়ী করে পরিচ্ছন্ন পৌরসভা গড়ার লক্ষে সকলকে একসাথে কাজ করতে হবে – শেখ আঃ রহমান
মোঃমাসুদ পারভেজ, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ-
নৌকা মার্কা শেখ হাসিনার প্রতীক, স্বাধীনতার প্রতীক। নৌকায় ভোট দিয়ে আগামীর সুন্দর সমৃদ্ধ মোংলা পোর্ট পৌরসভা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী শেখ আব্দুর রহমান।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় তার বাস ভবনে ৩ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ বাহাদুর মিয়া ১.২.৩ নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীর পক্ষে আয়োজিত
এক মত বিনিময় সভায় তিনি এ সব কথা বলেন।
এ সময় উপজেলা ও পৌর আওয়ামীলীগের সকল ইউনিটের নেতা-কর্মিরা সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিল ও মহিলা সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীরা উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান বলেন,
এই পৌরসভা গত ১০ বছর ধরে একটি কতিপয়
ব্যক্তি পৌরবাসীর সকল নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করেছে। আপনারা জানেন গত ১০ বছর ধরে এই পৌর বাসী তাদের ভোটাধীকার থেকে বঞ্চিত ছিলো। গত ১৮ ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকার মনোনয়ন দেয়। আমার বিশ্বাস এই নৌকার অমর্যাদা আপনারা করবেন না। আগামী ১৬ জানুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে প্রধানমন্ত্রীর হাত’কে শক্তিশালী করতে সকলে ঐক্য বদ্ধ হয়ে কাজ করবেন।
শেখ আঃ রহমান আরো বলেন, গত ১০ বছর
বিএনপির মেয়র যে উন্নয়নের কথা বলে সে সব আওয়ামীলীগ এবং আমার অবিভাবক খুলনা সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আঃ খালেকের ঐক্যান্তিক প্রচেষ্টায় সম্ভাব হয়েছে। তার পরেও আমাদের এই পৌরসভায় কিছু নাগরিক সমস্যা রয়ে গেছে। এখানে ড্রেনেজ ব্যবস্থা অপ্রতুল, বিশেষ করে বৃষ্টি এলে অনেক জায়গায় সৃষ্টি হয় জলাবদ্ধতার। এ সকল কর্ম পরিধি আরো গতীশিল করাই কারই হবে প্রধান
কাজ।
শেখ আঃ রহমান বলেন,গত বিএনপি জোট ক্ষমতায় থাকা কালীন মোংলা বন্দর ছিলো একটা মৃত বন্দর। আওয়ামীলগ সরকার রাষ্ট্র ক্ষমতায় আসার পর এই বন্দর উজ্জিবিত হয়েছে, আজ বন্দর সচল।এই বন্দরে যা কিছু উন্নয়ন হয়েছে সবই তালুকদার আঃ খালেকের অবদান। পৌরবাসী তথা আপনাদের ভাগ্য বদলের প্রত্যয় নিয়ে আগামী নির্বাচনে
নৌকা মার্কায় আপনার মূল্যবান ভোট দিয়ে আগামীর সুন্দর সমৃদ্ধি মোংলা পৌর গড়তে প্রতিজ্ঞা বদ্ধ থাকুন।