নড়াইলে করোনা প্রতিরোধে সাধারণ মানুষের পাশে সৈনিক ইন্জিঃ খশরুল আলম পলাশ নড়াইলে করোনা প্রতিরোধে সাধারণ মানুষের পাশে সৈনিক ইন্জিঃ খশরুল আলম পলাশ

প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ণ, জুন ২৬, ২০২০

মোঃ বাবলু মল্লিক; প্রাণঘাতী করোনা ভাইরাস (কভিড ১৯) নড়াইলের সাধাণ মানুষের পাশে দাড়িয়ে বিভিন্ন সহযোগীতা করে আসছে সাবেক নড়াইল জেলা আওয়মী লীগের সদস্য ইন্জিঃ খশরুল আলম পলাশ । শুক্রুবার (২৬ জুন) নড়াইল সদর উপজেলার গাড়োচিরা বাজার, দলজিতপুর, সরষপুর, চারিখাদা, মাইজপাড়া বাজার, বোড়ামারা, হোসেনপুর, মালিহাটা, পেড়লী, তুলারামপুর সহ পৌরসভার কিছূ এলাকায় সামজিক দূরত্ব বজায় রেখে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করতে সাধারণ মানুষের মাঝে ৩০০পিস সার্জিকাল মাস্ক ও বিভিন্ন মসজিদ ও শ্রমজীবি মানুষের হাতে ১৫০পিস সাবান বিতারন করে । করোনা প্রতিরোধে স্বেচ্ছাসেবী ফেসবুক গ্রুপের মাধ্যমে করোনা উপসর্গে ভুক্তভোগী ভুমিহীন হতদরিদ্র মাইজপাড়ার বোড়ামারা গ্রামে আব্দুল্লাহ নামের ঢাকা ফেরৎ ছেলেটির চরম দূর্দশার কথা জানতে পেরে নিজর সাধ্যমত চাউল,কাচাঁবাজার করে দিয়ে সহযোগীতার করে এবং তার সঠিক রোগ চিকিৎসা ও আপদকালীন অর্থনৈতিক ও মানবিক সহযোগীতার জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান সহ সংশ্লিষ্টদেরকে অবগত করে । এ করোনা ভাইরাস প্রতিরোধ স্বেচ্ছাসেবী ইন্জিঃ খশরুল আলম পলাম নড়াইল জেলা প্রতিনিধি মোঃ বাবলু মল্লিক কে জানান, করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দুরুত্ব বিদানে আমাদের ক্যাপ্টেন ,(এমপি)মাশরাফি বিন মোর্ত্তজা ও নড়াইল জেলা আওয়ামী লীগের সাধারন সম্পদক নিজাম উদ্দিন খান নিলু সহযোগীতায় প্রাণঘাতি করোনা ভাইরাস প্রতিরোধ সমাধানের প্রচেষ্টা অব্যাহত রেখেছি।




error: Content is protected !!