নড়াইলের কালিয়া ইভটিজিংয়ের দায়ে ভ্রাম্যমান আদালতে ৬০ বছর বৃদ্ধের কারাদণ্ড

প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, জুন ২৬, ২০২০

মো বাবলু মল্লিক : নড়াইলের কালিয়া উপজেলায় ইভটিজিংয়ের দায়ে ভ্রাম্যমান আদালতে ৬০ বছর বৃদ্ধের কারাদণ্ড দেওয়া হয় । আজ শুক্রবার (২৬শে জুন ) উপজেলার নড়াগাতি থানার পানিপাড়া গ্রামে ইভটিজিং এর অপরাধে মোঃ আইয়ুব আলী খন্দকার নামে (৬০)এক ব্যক্তিকে আটক করেছে নড়াগাতি থানা পুলিশ।পেশায় সে একজন ভ্যান চালক। আটককৃত ব্যক্তি নড়াগাতি থানাধীন পানিপাড়া গ্রামের কালা মিয়া খন্দকারের ছেলে।ঘটনা সূত্রে জানা যায়, পানিপাড়া গ্রামের বাবুল শেখের মেয়ে সুমাইয়া আক্তার, বড়দিয়া বাজারের শেখ ফজিলাতুন্নেছা মাধ্যমিক বিদযালয়ে সপ্তম শ্রেণীতে পড়ে।ইভটিজিং এর শিকার সুমাইয়া বলেন, তার(সুমাইয়া’র) বাড়ি থেকে স্কুলে যাওয়া আসার সময় অভিযুক্ত ব্যক্তি আড় চোখে তাকিয়ে থাকত। এখন করোনাভাইরাস এর কারনে স্কুল বন্ধ থাকায় আয়ুব কাকুর ভ্যানে পাশের পুটিমারি বাজারে যাওয়া পথে আমাকে কুপ্রস্তাব দেয় ও আমার বুকে হাত দেয়।এতে আমি বাধা দিই এবং বাড়িতে এসে আমার মাকে বলি। এ বিষয়ে নড়াগাতি থানায় অভিযোগ করলে, অভিযুক্ত আইয়ুব আলীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করা করেন, উপজেলা সহকারি কমিশনার(ভূমি)ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল আলম। এ বিষয়ে নড়াইল জেলা প্রতিনিধি মোঃ বাবলু মল্লিক কে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট যানান , অভিযুক্ত ব্যক্তি নিজের দোষ স্বীকার করায় তাকে তিন (৩)মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।




error: Content is protected !!