মিঠুন গোস্বামী রাজবাড়ীঃ
আগামী ১৭ই অক্টোবর রাজবাড়ীসহ সারা দেশের ৬১টি জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে৷ ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ হবে। নির্বাচন কমিশন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।তফসীল ঘোষণার পর পাংশা উপজেলা থেকে সাধারণ সদস্য পদে অংশ নিতে সম্ভাব্য প্রার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যম সহ পত্রিকায় নিজেদের প্রার্থিতা প্রকাশ করছে।
জেলা নির্বাচন অফিস সূত্র মতে , জেলা পরিষদ নির্বাচনের মোট ভোটার সংখ্যা ৬০০ জন। তারা সবাই নির্বাচিত জনপ্রতিনিধি। তাদের মধ্যে পাংশার যশাই ও পাট্টা ইউনিয়নের ২জন ইউপি সদস্য মারা যাওয়ায় ৫৯৮ জন ভোটার ইভিএমের মাধ্যমে ভোট প্রদান করবেন। এবারের নির্বাচনে ১জন চেয়ারম্যানসহ ৫টি উপজেলায় ৫জন সাধারণ সদস্য, রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলাতে ১জন করে সংরক্ষিত মহিলা সদস্য, এছাড়া পাংশা-বালিয়াকান্দি-কালুখালী তিন উপজেলা মিলে১জন সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচিত হবেন। জেলার ৫টি কেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
এদিকে পাংশা উপজেলা থেকে জেলা পরিষদের সাধারণ সদস্য পদে আওয়ামী লীগ থেকে বেশ কয়েকজন চেয়ারম্যান প্রার্থী এই নির্বাচনে দলীয় মনোনয়ন চাইবেন বলে জানা গেছে। দলীয় মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলেও অনেকে জানিয়েছেন।
পাংশা উপজেলা থেকে জেলা পরিষদের সাধারণ সদস্য পদে প্রার্থী হতে নাম প্রকাশ করেছে, জেলা পরিষদের সাবেক সদস্য ও উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ বিশিষ্ট ব্যবসায়ী উত্তম কুন্ডু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গোবিন্দ কুন্ডু, বাবু পাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি সারোয়ার কাসেম, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির শাকিল। এছাড়াও কোন দলের ব্যানারে নয় স্বতন্ত্র প্রার্থী হবেন বলে জানিয়েছেন পাংশা পৌরসভার পাঁচ বারের কাউন্সিলর ও বিশিষ্ট গোবিন্দ কুমার কুন্ডু।
রাজবাড়ীসহ সারা দেশের ৬১টি জেলা পরিষদের নির্বাচনের দিনক্ষণ গণনা শুরু হয়ে গেছে। আগামী ১৭ই অক্টোবর এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার এ নির্বাচনে ইভিএমে ভোট গ্রহণ করা হবে। সববিষয় মাথায় রেখে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। তফসীল ঘোষণার পর সম্ভাব্য প্রার্থীরা সরব হয়েছেন।
রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান পদে কারা প্রার্থী হচ্ছেন তা নিয়ে ইতিমধ্যে আলাপ-আলোচনা শুরু হয়ে গেছে। আওয়ামী লীগ থেকে বেশ কয়েকজন চেয়ারম্যান প্রার্থী এই নির্বাচনে দলীয় মনোনয়ন চাইবেন বলে জানা গেছে। দলীয় মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলেও অনেকে জানিয়েছেন।
জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা বলছেন, আওয়ামীলীগ বড় দল। একাধিক প্রার্থী দলীয় মনোনয়ন চাইবে এটাই স্বাভাবিক। তবে দলের জন্য যাদের বেশী ত্যাগ রয়েছে তাদের মধ্য থেকে একজনকে মনোনয়ন দেবেন সভানেত্রী।
জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবু কায়সার খান বলেন, সবেমাত্র নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। রাজবাড়ীর নির্বাচন হবে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে হবে। জেলার ৫৯৮ জন ভোটার তাদের ইচ্ছামতো ভোট প্রয়োগ করবেন। আমারা সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচনে বদ্ধ পরিকর।