পাল্টে যাচ্ছে কক্সবাজার মেরিন ড্রাইভ। পর্যটকদের জন্য থাকছে আধুনিক সব সুযোগ সুবিধা।
উমার রাযী, কক্সবাজার জেলা প্রতিনিধি-
কক্সবাজার মেরিন ড্রাইভের প্রায় ১২ কিলোমিটার এলাকা জুড়ে হতে যাচ্ছে সুউচ্চ বাঁধ। আর বাঁধের নিচে হবে সুরঙ্গ পথ। যেখানে পর্যটকদের জন্য থাকছে রেস্টুরেন্ট, শপিং মল, আবাসনসহ আন্তর্জাতিক মানের সব সুবিধা। এমনই একটি ব্যয়বহুল প্রকল্প হাতে নিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
কক্সবাজারে পৃথিবীর দীর্ঘতম এই সমুদ্র সৈকতের নীল জলরাশির পাশ ধরে অচিরেই পাল্টে যাচ্ছে সৈকতের চেহারা। কক্সবাজারের কলাতলী থেকে নাজিরাটেক পর্যন্ত মেরিন ড্রাইভ সড়কের যে ১২ কিলোমিটার এলাকাজুড়ে এই বাঁধ নির্মাণ করা হবে সেটা হবে সমতল থেকে ১২ ফুট উচুঁ এবং ৫০ ফুট প্রশস্ত।
জানা যায়, সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য্য সারি সারি ঝাউবন ঠিক রেখেইে বাস্তবায়ন হবে এই প্রকল্পটি। আর বাঁধের নিচে যে সুরঙ্গ পথ থাকবে। যেখানে পর্যটকদের জন্য রাখা হবে শপিংমল, ওয়াসরুম, লকার, কফিশপ ও রেস্তোরাঁ। রেস্টুরেন্টের কাঁচের জানালা দিয়ে দেখা যাবে সমুদ্র। সড়কের দুই পাশে পার্কিং এবং সাগর তীরের অংশে থাকবে বাইসাইকেল ও পায়ে হাটাঁর পথ।
পাশাপাশি সড়কের একপাশে থাকবে সমুদ্রতলের প্রাণিজগতের রহস্য দেখার আন্তর্জাতিক অ্যাকুয়ারিয়াম, ভাষ্কর্য, বিনোদন পার্ক, মুক্তমঞ্চ ও বিদেশি পর্যটকদের জন্য অবকাশ কেন্দ্র। আর নাজিরাটেক অংশ যুক্ত হবে কক্সবাজার বিমানবন্দর সড়কের সাথে।
প্রকল্পটি বাস্তবায়নের মেয়াদ ধরা হয়েছে ২০২৫ সাল পর্যন্ত। চলতি বছরেই শুরু হবে প্রকল্পের কাজ। সম্ভাব্য খরচ ৩ হাজার ১শ’ ৪০ কোটি টাকা।