পিডিবির ঝগড়া থামাতে গিয়ে পিডিবির মামলায় কারাবন্দি সুতাং থিয়েটারের সভাপতি গোলাম কিবরিয়া রায়হান, সুতাং থিয়েটারের প্রতিবাদ সভা
মাসুক ভান্ডারী, গত ২৭শে মার্চ দুপুরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কিছু কর্মকর্তা কর্মচারী শাহজীবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের হবিগঞ্জগামী ৩০০০ কেবি বিদ্যুৎ লাইনের গাছকাটার সময় ঢাকা-সিলেট মহাসড়কের সুরাবই নামক স্থানে অনেকগুলি বাশঁ কর্তন করে। এসময় জমির মালিক বিনা প্রয়োজনে বাশঁগুলি কাটার কারণ জানতে চাইলে শাহজীবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের লোকজনের সাথে কথা কাটাকাটির এক পর্যায় হাতাহাতিতে রূপ নেয়। এমতাবস্থায় খবর পেয়ে সুতা থিয়েটারের সভাপতি গোলাম কিবরিয়া রায়হান ঘটনাস্থলে এসে উভয়পক্ষকে শান্ত করার চেষ্ঠা করেন। একপর্যায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের লোকজন কাজ অসমাপ্ত রেখেই চলে যান। এবিষয়ে ২৭শে মার্চ শায়েস্তাগঞ্জ থানায় ৩জনকে অভিযুক্ত করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একজন কর্মকর্তা এজাহার দায়ের করেন। গতকাল ৬ই এপ্রিল এজাহার নামীয় ৩জন আসামী হবিগঞ্জ চীফ জুডিসিয়াল আদালতে হাজির হলে এজাহারনামীয় ২জনকে জামিন দিয়ে একজনের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। এমতাবস্থায়, উক্ত মামলায় দুপুর ২ ঘটিকার সময় মামলায় অজ্ঞাত আসামী দেখিয়ে একটি কুচক্রী মহলের ইন্দনে কোরো কারণ ব্যাতিরেখে সুতাং থিয়েটারের সভাপতি গোলাম কিবরিয়া রায়হানকে গ্রেফতার করে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। মুহূর্ত্যে এখবর ছড়িয়ে পড়লে এলাকায় ক্ষোভের সঞ্চার হয়। সুতাং থিয়েটারের সভাপতি গোলাম কিবরিয়া রায়হান বিনা কারণে গ্রেফতার হাওয়ায় ইফতারের পর সুতাং থিয়েটারের উদ্যোগে থিয়েটারের সহ সভাপতি সৈয়দ মারুফ আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ উজ্জ্বল মিয়ার পরিচালনায় স্থানীয় সুতাং বাজারে এলাকার শতাধিক কর্মী জরুরী প্রতিবাদ সভায় মিলিত হয়। বক্তারা জেলার ঐতিহ্যবাহী সংগঠন সুতাং থিয়েটারের সভাপতি গোলাম কিবরিয়া রায়হানের নিঃশর্ত মুক্তি দাবী করে। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও সুতাং থিয়েটারের সদস্য মোছাঃ মুক্তা আক্তার, ০৭ নং নূরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সুতাং থিয়েটারের উপদেষ্ঠা ইসহাক আলী সেবন, নূরপুর ইউনিয়ন পরিষদের ০৮ নং ওয়ার্ডের মেম্বার ও থিয়েটারের উপদেষ্ঠা সৈয়দ এম. এ. আর মাসুক ভান্ডারী, উপদেষ্ঠা সৈয়দ শাহান শাহ্ পীর, সাবেক সভাপতি ও উপদেষ্ঠা সৈয়দ মোঃ রাসেল, সাংগঠনিক সম্পাদক শেখ সোহানুর রহমান, সদস্য গাজীউর রহমান রানা, আমিরুল ইসলাম চৌধুরী তুহিন, মোঃ মোসাঙ্গীর আলম, তোরাব আলী মাষ্টার, জহিরুল ইসলাম সুজন, মোঃ এরশাদ মিয়া, মোঃ কামরুল ইসলাম, ইয়াছিনুল হক নাইম, মোঃ আশিক মিয়া, মোঃ জয়নাল আবেদীন, সুমন মোদক, রনি সরকার, আতিকুর রহমান আলমসহ প্রমুখ।