পিরোজপুরের কাউখালীতে পোটকা মাছ খেয়ে ১ জেলে নিহত, ২ জন গুরুত্বর অসুস্থ
পিরোজপুর প্রতিনিধিঃ কাউখালীতে পোটকা মাছ খেয়ে হাসপাতালে
চিকিৎসাধীন অবস্থায় ১ জেলে নিহত হয়েছে। অন্যদিকে ২ জেলে গুরুত্বর অসুস্থ
অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। নিহত জেলে হলেন বানরীপাড়া উপজেলার কামাড়বাড়ী
গ্রামের রাম দাসের ছেলে সুশীল দাস (৫০)। অসুস্থ ২ জেলে হলেন একই উপজেলার
একই গ্রামের নিত্যানন্দ বিশ^াসের ছেলে রবিন্দ্রনাথ বিশ^াস (৫২) এবং হিরালাল ।
এদেরকে গুরুত্বর অসুস্থ অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজে প্রেরণ করা
হয়েছে। জানা গেছে, বানরীপাড়া থেকে ১১ জনের একটি জেলে দল কিছুদিন
পূর্বে ট্রলার যোগে সুন্দরবন এলাকায় মাছ ধরতে যায়। সেখান থেকে আজ ১৪ই
মার্চ সোমবার দুপুরের দিকে সুন্দরবন থেকে ট্রলার যোগে বাড়ী ফেরার পথে
ট্রলারে বসে পোটকা মাছ রান্না করে খাওয়া দাওয়া করে। এর কিছুক্ষণ পরই তিনজন
অসুস্থ হতে থাকে। কাউখালী সন্ধ্যা নদীতে পৌছা মাত্র গুরুত্বর অসুস্থ হলে তাদেকে
সাথে থাকা জেলেরা কাউখালী হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন
অসস্থায় ১জন মারা যায় এবং অপর ২জনকে নিয়ে সাথে থাকা জেলেরা বরিশাল শের-ই
বাংলা মেডিকেল কলেজে চিকিৎসার জন্য নিয়ে যায়। কাউখালী হাসপাতালের
ডাক্তার মামুন হোসেন জানান, দুপুরের দিকে এরকম অসুস্থ রোগী নিয়ে আসলে
চিকিৎসার পূবেই মারা যায়, সাথে থাকা জেলেরা জানান পোটকা মাছ খেয়ে
এরা অসুস্থ হয়েছে। এ ব্যাপারে কাউখালী থানা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বনি
আমিন জানান, ঘটনাটি সত্য তবে আর কোন রহস্য আছে কিনা তদন্ত করে বের
করা হবে।