প্রথম আলো পত্রিকার সাংবাদিক রোজিনা ইসলাম এর মুক্তির দাবিতে ভেড়ামারা প্রেসক্লাবে প্রতিবাদ সভা অনুষ্ঠিত।

প্রকাশিত: ১২:৫৩ অপরাহ্ণ, মে ২০, ২০২১

মোঃ শৌভন আহম্মেদ সবুজ নিজস্ব প্রতিনিধি
প্রথম আলোর সিনিয়র প্রতিবেদক পুরুস্কার প্রাপ্ত অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলাম’র নিঃশর্ত মুক্তির দাবিতে ভেড়ামারা প্রেসক্লাবের উদ্যোগে ভেড়ামারায় কর্মরত সকল সাংবাদিকবৃন্দের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সন্ধ্যায় প্রেসক্লাবের হলরুমে
ক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েলের সভাপতিত্বে প্রতিবাদ সভায়
মামলা প্রত্যাহার, রোজিনা ইসলামকে শারীরিকভাবে লাঞ্ছিত করার সাথে জড়িত স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি জানানো হয়।

সভা সঞ্চালনাকারী প্রেসক্লাবের
সাধারণ সম্পাদক আরিফুজ্জামান লিপটন কঠোর হুশিয়ারি দিয়ে বলেন দাবি পূরণ না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।
সভায় উপস্থিত সাংবাদিকবৃন্দ রোজিনা ইসলামকে শারীরিকভাবে নির্যাতন চালিয়ে তাকে দীর্ঘসময় আটকে রাখাসহ তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানান।




error: Content is protected !!