প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃনমুল নাগরিকদের বিনামূল্যে আইনি সেবা পৌঁছে দিচ্ছে- এমপি শাওন

প্রকাশিত: ১০:৫৬ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২২

লালমোহন (ভোলা) প্রতিনিধি:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃনমুল নাগরিকদের যেভাবে স্বাস্থ্য, শিক্ষা,বাসস্থান সেবা দিয়ে যাচ্ছে। ঠিক সেভাবে তৃনমুল নাগরিকদের বিনামূল্যে আইনি সেবা পৌঁছে দিচ্ছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। দেশের সকল শ্রেণি-পেশার মানুষের মত অস্বচ্ছল মানুষের আইনি সেবা নিশ্চিত করার লক্ষে জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে লিগ্যাল এইড কমিটি গঠনের মাধ্যমে বিনামূল্যে আইনি সেবা পৌঁছে দিচ্ছেন শেখ হাসিনা সরকার । যারা আর্থিক অসচ্ছলতার কারণে বিচার বঞ্চিত হচ্ছেন, লিগ্যাল এইড’র মাধ্যমে তারা বিনামূল্যে আইনী সেবা গ্রহণ করতে পারবেন।

(৩০ মার্চ রোজ বুধবার) বিকেলে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে লালমোহন উপজেলা অডিটোরিয়ামে লিগ্যাল এইড এর উপজেলা ও ইউনিয়ন কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এসব কথা বলেন।

এমপি শাওন বলেন, জাতির পিতার অবর্তমানে দেশ ও দেশের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এখন এ দেশের অস্বচ্ছল মানুষরা আইনি সেবা থেকে বঞ্চিত থাকবেনা।
জেলা ও দায়রা জজ ও জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোঃ মহসিনুল হকের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব ও জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) সাব্বির মোঃ খালিদ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল এর বিচারক (জেলা ও দায়রা জজ) নুরুল আলম মোহাম্মদ নিপু, লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পল্লব কুমার হাজরা, ভোলা জেলা অতিরিক্ত পুলিশ সুপার লালমোহন জহুরুল ইসলাম হাওলাদার, লালমোহন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, লালমোহন থানা অফিসার ইনচার্জ মাকছুদুর রহমান মুরাদসহ বিভিন্ন রাজনৈতিক সামজিক ব্যক্তিবর্গরা।




error: Content is protected !!