প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ২৮ সেপ্টেম্বর ২০২১ করোনা টিকা পাচ্ছে মুন্সিগঞ্জবাসী -সিভিল সার্জন

প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২১

হাবিব হাসান মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি,

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ২৮ সেপ্টেম্বর সারাদেশে করোনার ভ্যাকসিন দেয়ার উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সারাদেশের মত মুন্সিগঞ্জ জেলাতেও চলবে এই গণটিকা কার্যক্রম।

মুন্সিগঞ্জ জেলা সিভিল সার্জন আবুল কালাম আজাদ এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মুন্সিগঞ্জে আগামীকাল মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) ও পরদিন বুধবার (২৯ সেপ্টেম্বর) দুইদিন গণটিকা কার্যক্রম চলবে। জেলায় ১ লাখ ৮ হাজার টিকা দেয়া হবে। যারা এই দুইদিন টিকা নিবে তারা চিনের সিনোফার্মের টিকা পাবে। ১ মাস পরেই তারা আবার দ্বিতীয় ডোজ নিতে পারবে।

‘মুন্সিগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডে ৫০০ করে টিকা দেয়া হবে। কালকে দিবে ১০০ করে। পরদিন বাকি ৪০০। উপজেলার ক্ষেত্রে প্রতি ইউনিয়নে ১৫০০ টার্গেট। সব উপজেলার সব ইউনিয়নে কাল টিকা নাও দিতে পারে।’- জানান সিভিল সার্জন।

তিনি জানান, ‘যারা টিকার জন্য রেজিষ্ট্রেশন করে টিকা পাননি তারা অগ্রাধিকার পাবেন।’




error: Content is protected !!