প্রেসক্লাব খানজাহান আলী থানার উদ্যোগে সাংবাদিক রোজিনার নিঃশর্ত মুক্তির দাবীতে প্রতিবাদ সভা ও মানববন্ধন
মোঃ ইউসুফ শেখ, খুলনা প্রতিনিধিঃ
আর্ন্তজাতিক পুরস্কার প্রাপ্ত, প্রথম আলোর সিনিয়র নারী সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবীতে দেশব্যাপী মানববন্ধনের ন্যয় আজ প্রেসক্লাব খানজাহান আলী থানা খুলনার উদ্যোগে বিকাল পাঁচটা থেকে দেড় ঘন্টা ব্যাপি শিরোমনি শহীদ মিনার চত্তরে সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবীতে প্রতিবাদ সভা ও মানববন্ধন পালন করা হয়। এসময় মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রেস ক্লাব খানজাহান আলী থানার সভাপতি মোশারফ হোসেন। রেজোয়ান রাজার সঞ্চালনায় মানববন্ধনে বক্তৃতা করেন, খানজাহান আলী থানা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মু্িক্তযোদ্ধা স.ম রেজওয়ান আলী, প্রেসক্লাব খানজাহান আলী থানা কমিটির , সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মনিরুল ইসলাম মোড়ল, সহ-সভাপতি এম আর হাসান, সহ -সভাপতি ( বীর মুক্তিযোদ্ধা) আব্দুল কুদ্দুস সহ আরো অনেকে।এসময় মানববন্ধনে স্বতঃস্ফূর্ত অংশগ্রণ করেন প্রেসক্লাব খানজাহান আলী থানার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, সহ-সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান বাপ্পী, কোষাধ্যক্ষ উবায়দুল্লাহ, তথ্য আইন বিষয়ক সম্পাদক গাজী মাসুম , দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মাসুম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহ্ এইচএম কাদির, প্রচার-সম্পাদক মোঃ ইউসুফ শেখ, কার্যকারী সদস্য এনামূল কবীর, শাহিন মিয়া, আলমগীর হোসেন হাওলাদার, কুমারেশ গাইন, ,শাহিনুজ্জামান , আনিসুর রহমান।
মানববন্ধন ও আলোচনা শেষে প্রেসক্লাব খানজাহান আলীর সভাপতি মোশারফ হোসেন সকলের উদ্দেশ্যে বললেন এখনই সময় রুখে দাড়াবার এখনই সময় এৗক্যবদ্ধ হওয়ার, আরো কত রক্ত আর কত প্রাণ দিতে হবে সাংবাদিকের। সাংবাদিক অত্যাচার, হেনস্তা, অকারণে প্রেফতার অনতিবিলম্বে বন্ধ করতে হবে, পরিশেষে সকল সাংবাদিক বৃন্দকে ধন্যবাদ জানিয়ে মানববন্ধন শেষ করেন।