ফুলবাড়ীতে রিয়াদ হত্যাকারীর ফাঁসি‘র দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত।

প্রকাশিত: ২:১৪ পূর্বাহ্ণ, জুন ২৭, ২০২৩

ফুলবাড়ী প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ী দারুস সুন্নাহ্ সিদ্দিকিয়া ফাযিল মাদ্রাসার প্রাক্তন ও  ঢাকা প্রাইম ইউনিভারর্সিটির মেধাবী শিক্ষার্থী রিয়াদ হোসেন(২১) কে নৃশংসভাবে হত্যা ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শান্তির দাবীতে মাবনবন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৯টায় দারুস সুন্নাহ্ সিদ্দিকিয়া ফাযিল মাদ্রাসার আয়োজনে পৌর শহররে বটতলি মোড়ে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন দারুস সুন্নাহ্ সিদ্দিকিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ এএসএম শাহাদতুল্যাহ ,খজাপুর মাদরাসার অধ্যক্ষ মাহাবুবুর রহমান,শাহাপুর মাদরাসার সুপার সৈয়দ আব্দুল ওয়াহাব,মেলাবাড়ী মাদরাসার সুপার আবরাক হোসেন,তেঁতুলয়িা মাদরাসার সুপার আব্দুল জব্বার,পানিকাটা মাদরাসার সুপার আরিফুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলনে,নিহত রিয়াদ হোসনে, ফুলবাড়ী দারুস সুন্নাহ্ সিদ্দিকিয়া ফাযিল মাদ্রাসার একজন
মেধাবী ছাত্র ছিলেন। রিয়াদ গত ২০২০ সালে এই মাদ্রাসা থেকে আলমি পাশ করনে। পরে ঢাকায় প্রাইম ইউনির্ভারসিটিতে ভর্তি হয়। গত ১৬ জুন মেধাবী ছাত্র রিয়াদকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমরা এ ঘটনায় তিব্র প্রতিবাদ ও খুনের সাথে জড়িতদের দৃষ্টিান্তমুলক শাস্তির দাবি জানাচ্ছি। মানববন্ধনে ফুলবাড়ী উপজেলার সকল মাদ্রাসার শিক্ষক,শিক্ষার্থী,অভিভাবগ ও এলাকাবাসী অংশগ্রহন করেন।

উল্লেখ্য নিহত রিয়াদ ফুলবাড়ী উপজেলার নারায়নপুর গ্রামের শিক্ষক মাহবুব রহমানের একমাত্র সন্তান ছিলেন। সে ঢাকার মনিপুর প্রাইম ইউনির্ভারসিটির ছাত্র ছিলেন।
গত ১২ জুন বিকালে রিয়াদের প্রতিবেশী চাচা নাঈম নতুন মোটরসাইকেল কেনার কথা বলে রিয়াদকে ডেকে নিয়ে যায়। তারপর থেকে রিয়াদের আর কোন খোঁজ পাওয়া যাচ্ছিলনা। এরই পরিপৃক্ষিতে তার পরিবারের লোকজন গাজীপুর সদর থানায় একটি সাধারণ ডাইরী করেন। পওে গত ১৬ জুন বিকালে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার রতনপুর ধোপাচালা এলাকার বনের ভিতরে রিয়াদের অর্ধগলিত লাশ উদ্ধার করে কালিয়াকৈর থানা পুলিশ। এরপর কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। এ ঘটনায় গত ১৭ জুন র‌্যাব-০১ তদন্ত করে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মানপুর এলাকা থেকে খুনের সাথে জড়িত প্রতিবেশি চাচা নাঈম হোসেনকে গ্রেফতার করে।




error: Content is protected !!