বঙ্গ বন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে দিনাজপুরের বিরামপুরে বৃক্ষরোপন কর্মসুচী উদ্ভোধন করলেন “এম পি শিবলী সাদিক”
আসলাম উদ্দিন,জেলা প্রতিনিধি,দিনাজপুর;
জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দিনাজপুরের বিরামপুরে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন দিনাজপুর -৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক।
আজ বৃহস্পতিবার দুপুরে বিরামপুর সরকারী ডিগ্রি কলেজ ক্যাম্পাসে একটি ফলের চারা রোপন করে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
এ সময় উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার,কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন,রেঞ্জ কর্মকর্তা নিশিকান্ত মালাকার, উপজেলা প্রকৌশলী আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলামসহ সাংবাদিক ও বিভিন্ন পেশার সুধিবৃন্দরা উপস্থিত ছিলেন।
অপরদিকে সকাল ১১ টায় নবাবগঞ্জ বালিকা পাইলট উচ্চবিদ্যালয়ে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান।
এ সময় সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার, মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম,নবাবগঞ্জ বিট কর্মকর্তা খায়রুল ইসলাম, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফায়েল হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।
চরকাই রেঞ্জ কর্মকর্তা নিশিকান্ত মালাকার জানান, বিরামপুর ও নবাবগঞ্জে ৪০ হাজার ৬শ ৫০টি ৩৬ প্রজাতির বিরল ও বিভিন্ন ফলজ,ঔষধি,বনোজ গাছের চারা মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দিনাজপুর-৬ আসনের এমপি এ বৃক্ষ রোপনের কর্মসূচির উদ্ধোধন করেন।