বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনার সরকার সবসময় সাধারণ মানুষের কথা চিন্তা করে কাজ করে যাচ্ছেন – এমপি শাওন

প্রকাশিত: ১০:৪১ অপরাহ্ণ, মে ১২, ২০২১

এনামুল হক রিংকু লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহনে ঈদ উপলক্ষে পাঁচশত অসহায় পরিবারের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে।বুধবার বিকালে লালমোহন সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কে এসব ঈদ বস্ত্র অসহায়দের হাতে তুলে দেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। ঈদে এমপি শাওনের হাত থেকে এই উপহার পেয়ে হাসি ফোঁটেছে এসব পরিবারের মুখে।এরআগে লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসা মাঠে বিধবা ও স্বামী পরিত্যক্ত নারীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা প্রদান করেন তিনি।এসময় এমপি শাওন বলেন, বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনার সরকার সবসময় সাধারণ মানুষের কথা চিন্তা করে কাজ করে যাচ্ছেন। সামনে পবিত্র ঈদুল ফিতর, এই ঈদে সকলের মুখে হাসি ফোঁটাতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদান করা হচ্ছে।এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, পৌর মেয়র এমদাদুল ইসলাম তুহিন, পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল প্রমুখ। এছাড়া বুধবার সকালে লালমোহন উপজেলার ধলীগৌরনগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচীর আওতায় মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা (নগদ অর্থ) প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহামারী করোনা ভাইরাসের ২য় ঢেউ মোকাবেলায় অস্বচ্ছল, অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে মানবিক সহায়তা প্রদান করেছেন। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কণ্যা জননেত্রী শেখহাসিনার সরকার সবসময় জনমানুষের কথা চিন্তা করে কাজ করে যাচ্ছেন। সামনে পবিত্র ঈদুল ফেতর তাই প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদান করা হচ্ছে। মহামারী করোনা ভাইরাস সম্পর্কে তিনি সকলকে বাধ্যতামূলক মাস্ক ব্যবহার করাসহ সরকার কর্তৃক প্রদত্ত স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দেন এবং উপস্থিত সকলের সাথে পবিত্র ঈদের অগ্রিম শুভেচ্ছা বিনিময় করেন। ধলীগৌরনগর ইউনিয়নের চেয়ারম্যান হেদায়েতুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভোলা জেলা পরিষদের সদস্য মাকসুদুর রহমান হাওলাদার, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলামসহ অনান্য স্থানীয় আওয়ামীলগের নেতাকর্মীবৃন্দ।




error: Content is protected !!