বঙ্গোপসাগরে জেলে গুড়া মাঝির জালে ধরা পড়লো ৫ মন ওজনের ৩ টি সেইল ফিস ॥

প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২২

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি :  কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে গুড়া মাঝি
নামের এক জেলের জালে ধরা পড়েছে ৫ মন ওজনের ৩ টি সেইল ফিস বা পাখি মাছ।
শুক্রবার রাতে আলীপুর মৎস্য অবতরন কেন্দ্রে মাছ ৩ টি নিয়ে আসে। স্থানীয়
বাজারে এ মাছের চাহিদা না থাকায় মৃধা ফিসের মৎস্য ব্যবসায়ী জাহিদ মাছ ৩
টি ২০ হাজার টাকায় ক্রয় করেন।

বাঁশখালির আল্লাহ দয়া ট্রলারের গুড়া মাঝি জানান, বৃহস্পতিবার
বঙ্গোপসাগরের ৬ বাম এলাকায় মাছ ৩ টি তাদের জালে ধরা পড়ে। মাছগুলো বড়
হওয়ায় তাদের ট্রলারে তুলতে অনেকটা বেগ পেতে হয়েছে।
কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, সেইল ফিস মূলত দ্রুতগামী মাছ।
এসব মাছ গভীর সাগরে বিচরন করে।




error: Content is protected !!