বন্যার্ত মানুষের পাশে সেচ্ছাসেবকলীগ নেতা আবুল খায়ের

প্রকাশিত: ১২:৪৫ পূর্বাহ্ণ, জুন ২২, ২০২২

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে থাকা বন্যার্তদের মাঝে ব্যক্তিগত উদ্যোগে শুকনো খাবার বিতরণ করছেন সুনামগঞ্জ জেলা সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধার সন্তান মো: আবুল খায়ের।

মঙ্গলবার (২৬ জুন) দিনব্যাপী আশ্রয় কেন্দ্র ঘুরে ঘুরে
বন্যার্তদের পাশে গিয়ে তাদের খোজখবর নেন ও ৫শত মানুষের মাঝে এসব শুকনো খাবার বিতরণ করেন তিনি।

এসময় সুনামগঞ্জ জেলা সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধার সন্তান মো: আবুল খায়ের বলেন, আকস্মিক বন্যায় তাহিরপুর উপজেলার বেশীরভাগ এলাকার মানুষ বিপাকে পড়েছেন। অধিকাংশ এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ায় দুর্ভোগ প্রকট আকার ধারণ করেছে। সরকার যথেষ্ট ত্রাণ সামগ্রী বিতরণ করছে। প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বন্যায় ক্ষতিগ্রস্তদের খোজখবর নিচ্ছেন এবং সহায়তা অব্যাহত রেখেছে। কিন্তু এর পাশাপাশি সমাজের বিত্তবান মানুষদের বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসার আহবান জানান তিনি।

এসময় শ্রীপুর উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদিউজ্জামান-সহ আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।




error: Content is protected !!