বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা

প্রকাশিত: ১১:৪৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২০

মোঃমাসুদ পারভেজ,বাগেরহাট জেলা প্রতিনিধিঃ-

বাগেরহাটে বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) মাস্ক ব্যবহার না করা এবং স্বাস্থ্যবিধি লংঘন, ড্রাইভিং লাইসেন্স ব্যতীত গাড়ি চালানো ইত্যাদি অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদন্ড প্রদান করা হয়।

মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, বাগেরহাট জনাব মোঃ মামুনুর রশীদ মহোদয়ের নির্দেশনার আলোকে বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে মাস্ক ব্যবহার না করা এবং স্বাস্থ্যবিধি লংঘন, ড্রাইভিং লাইসেন্স ব্যতীত গাড়ি চালানো ইত্যাদি অপরাধে ০৬ মামলায় ১৬ জনকে দন্ডবিধি, ১৮৬০ এবং সড়ক পরিবহন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মোট ৪,১০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জনাব আরাফাত সিদ্দিকী।

জেলা পুলিশ, বাগেরহাট এর সদস্যগণ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সার্বিক সহায়তা প্রদান করেন।

জনস্বার্থে জেলা প্রশাসনের কার্যক্রম অব্যাহত আছে ও থাকবে।




error: Content is protected !!