বাগেরহাটে র‍্যাবের অভিযানে ২৮৩ পিচ ইয়াবাসহ আটক-২

প্রকাশিত: ১২:২৭ পূর্বাহ্ণ, অক্টোবর ১১, ২০২০

মোঃমাসুদ পারভেজ,বাগেরহাট জেলা প্রতিনিধিঃ-

বাগেরহাটের রামপালে র‌্যাবের অভিযানে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের নিকট থেকে ২৮৩ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

শনিবার(১০অক্টোবর) বিকাল ৪ টা ৪৫ মিনিটে বাগেরহাট জেলার রামপাল থানাধীন বড় দূর্গাপুর গ্রামে অভিযান পরিচালনা করে ২ মাদক ব্যাবসায়ীকে আটক করে র‍্যাব-৬।

আটককৃতরা হলেন,বাগেরহাট জেলার মোংলা থানার হলদি বুনিয়া গ্রামের সুরেন বিশ্বাসের ছেলে অভিক বিশ্বাস (২৭) ও বরিশাল জেলার এয়ারপোর্ট থানার কুলাকানা গ্রামের মোঃ শামীম মোস্তফার ছেলে ইফতেখারুল বাশার (২৫)।

র‌্যাব সূত্রে জানা যায়, র‌্যাব-৬ (স্পেশাল কোম্পানী) গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, বাগেরহাট জেলার রামপাল থানাধীন বড় দূর্গাপুর গ্রামের তমা ব্রীজের পূর্ব পাশে জনৈক জাহিদুল এর দোকানের সামনে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছিলো। এরুপ তথ্যের ভিত্তিতে শনিবার (১০ অক্টোবর) বিকাল ৪ টা ৪৫ মিনিটে অভিযান পরিচালনা করে আসামীদের আটক করা হয়।

এসময় তাদের নিকট থেকে ২৮৩ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বাগেরহাট জেলার রামপাল থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।




error: Content is protected !!