বালিয়াকান্দিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মিঠুন গোস্বামী রাজবাড়ীঃ
দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর বালিয়াকান্দিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে বালিয়াকান্দি বাজার তালপট্টি জেলা পরিষদ মার্কেটের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত। এর আগে একটি র্যালি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানার সভাপতিত্বে,প্রধান অতিথি হিসাবে বক্ত্বব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ,
বিশেষ অতিথি মো মনিরুজ্জামান মনির,ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা ও বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো আলমগীর বিশ্বাস আলম, জামালপুর ইউপি চেয়ারম্যান, একে এম ফরিদ হোসেন বাবু, বিশিষ্ট ব্যাবসায়ী এহসানুল হাকিম সাধন, বাজার বণিক সমিতির সভাপতি আতাউর রহমান, সাধারন সম্পাদক বদরুল আলম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তাসহ বাজার ব্যাবসায়ী ও সুধিমহল।
এ সময় বক্তারা বলেন, দুর্যোগের ঝুঁকি হ্রাসে জনগণ ও সংশ্লিষ্টদের সচেতনতা বৃদ্ধির জন্যই এ উদ্যোগ। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হচ্ছে
দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনায় সরকারের সাফল্য তুলে ধরেন।
তারা আরও বলেন, বজ্রপাতের ঝুঁকি কমাতে ‘বজ্রপাতে প্রাণহানি কমাতে দেশব্যাপী বজ্রনিরোধক কাঠামো স্থাপন করা হয়েছে।
এসময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তারা বিভিন্ন দুর্যোগ জনসচেতনতা মূলক মহরা প্রদর্শন করেন।
উল্লেখ্য, ১৯৮৯ সাল থেকে প্রতিবছর ১৩ অক্টোবর সারা বিশ্বে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’ উদ্যাপিত হয়ে আসছে।