বালিয়াকান্দিতে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনেই বসবে পশু হাট ।।
মিঠুন গোস্বামী,রাজবাড়ী প্রতিনিধিঃঃ
আসন্ন কুরবানী ঈদকে সামনে রেখে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা অডিটরিয়ামে উপজেলার বিভিন্ন পশু হাটে ক্রয়-বিক্রয়ের জন্য সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্য বিধি মেনে পশু হাট বসানো সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার ১৪ জুলাই সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় আরো উপস্তিতি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: আবুল কালাম আজাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাফিন জব্বার, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: মনিরুজ্জামান মনির, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, বালিয়াকান্দি থানার এস, আই আসাদুজ্জামান রিপন, বালিয়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নায়েব আলী শেখ, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আবুল হোসেন খান, নারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. সালাম, জঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান নৃপেন্দ্রনাথ বিশ্বাস, জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান ইউনুছ আলী সরদার, বহরপুর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম, নবাবপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসান আলী, বালিয়াকান্দি বাজার বণিক সমিতির সভাপতি আতাউর রহমান, নারুয়া বাজার বণিক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আ. গনি শেখ, জামালপুর বাজারের সাইফুল বিন খালেক, বালিয়াকান্দি বাজার বণিক সমিতির সহ-সাধারণ সম্পাদক আলী আকবর, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকসহ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
সভায় সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে পশুর হাট বসানোর সিদ্ধান্ত নেয়া হয় একইসাথে বাজারের প্রবেশদ্বারে হাত ধোয়ার জন্য সাবান-পানির ব্যবস্থা রাখতে হবে বলেও জানানো হয়।