বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শায়েস্তাগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২২

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্ম বার্ষিকী
পালন উপলক্ষ্যে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায়
মর্যাদার মধ্য দিয়ে উদ্ধসঢ়;যাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৭
মার্চ) সকাল ৯টায় শায়েস্তাগঞ্জ রেলওয়ে পার্কিং এলাকায় জাতির জনক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুরালে পুস্তস্তবক অর্পন করে দিবসের
কর্মসূচি শুরু হয়। প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা আওয়ামীলীগ,
পৌর আওয়ামীলীগ সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। পরে উপজেলা প্রশাসন,
থানা পুলিশ প্রশাসন, উপজেলা পরিষদ, বীর মুক্তিযোদ্ধা, হপবিস সদর দপ্তর,
পৌরসভা, সহ দপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারী, মাধ্যমিক, উচ্চ
মাধ্যমিক, ব্যবসায়ী, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক
সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। জাতির পিতার জন্ম
বার্ষিকী উপলক্ষে রেলওয়ে পার্কিং হতে দাউদনগর বাজার সোনালী ব্যাংক
মোড় পর্যন্ত “বঙ্গবন্ধুর জন্ম দিন, বাংলাদেশে খুশির দিন” এই
প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে এক সুবর্ণ জয়ন্তীর বিশাল বর্ণাঢ্য
র‌্যালি শোভা যাত্রা বের করা হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের
শিক্ষার্থীসহ নানা পেশার লোক অংশ নেন। দিবসের অন্যান্য কর্মসূচির
মাঝে ছিল চিত্রাংকন, রচনা, হাতের সুন্দর লেখা প্রতিযোগিতা। এরপর
সকাল ১০ টায় শায়েস্তাগঞ্জ জহুর বিবি মহিলা কলেজ মাঠ প্রাঙ্গণে
মুক্তির উৎসব ও সুবর্ণ জয়ন্তী মেলা উদ্বোধন করেন প্রধান অতিথি
উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ তালুকদার ইকবাল। এ সময়
উপস্থিত ছিলেন হপবিস সদর দপ্তর জেনারেল ম্যানেজার আলহাজ্ব মোতাহের
হোসেন, পৌর মেয়র এফএম অলি, শায়েস্তাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
সহকারি সার্জন ডাঃ বিশ্বজিত রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা
অফিসার মুজিবুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ
আলী, উপজেলা মৎস্য অফিসার কনিক চন্দ্র শর্মা, পৌর আওয়ামী লীগের
সভাপতি হাজী সফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সফিকুল ইসলাম, বীর
মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, উপজেলা সমাজ সেবা ইউনিয়ন
সমাজকর্মী দিলিপ কৈরী, শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস ইনচার্জ আরিফ
সহ অনেকেই উপস্থিত ছিলেন। এদিকে সকাল সাড়ে ১০ টায় উপজেলা
প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নাজরাতুন
নাঈম সভাপতিত্বে কেক কাটা, পুরস্কার বিতরণী ও আলোচনা সভায়

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান
আব্দুর রশিদ তালুকদার ইকবাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
উপজেলা ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান ইমরান, থানা অফিসার
ইনচার্জ অজয় চন্দ্র দেব, জেলা পরিষদের সদস্য আব্দুল্লাহ সর্দার।
অন্যান্যদের বক্তব্য রাখেন ব্রাহ্মণডোরা ইউ/পির চেয়ারম্যান হোসাইন মোঃ
আদিল জজ মিয়া, নুরপুর ইউ/পির চেয়ারম্যান মুখলিছুর রহমান, জেলা
আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা ও উপদেষ্ঠা শেখ মুজিবুর রহমান, শায়েস্তাগঞ্জ
ডিগ্রি কলেজের অধ্যক্ষ আজিজুল হাসান চৌধুরী, প্রাণি সম্পদ
কর্মকর্তা ডাক্তার রমা পদ দে, উপজেলা একাডেমিক সুপারভাইজার
জগদীশ দাশ তালুকদার, শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান
শিক্ষক আবিদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক চৌধুরী মাহতাব,
রিপোটার্স ক্লাবের সভাপতি মামুন চৌধুরী, শায়েস্তাগঞ্জ পূর্ব
বড়চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্তা মোদক, প্রেস
ক্লাবের সম্পাদক মঈনুল হাসান রতন, অনলাইন প্রেস ক্লাবের সভাপতি
সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, মাওলানা ফরিদ আহমেদ প্রমূখ। আলোচনা
সভাশেষে কেক কাটা ও পুরস্কার বিতরণ করা হয়। দুপুরে উপজেলার সকল
মসজিদে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী
উপলক্ষ্যে বিশেষ মোনাজাত করা হয়। সন্ধ্যা সাড়ে ৬ টায় সাংস্কৃতিক
অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।




error: Content is protected !!