আসলাম পারভেজ,হাটহাজারীঃ
হাটহাজারীর গড়দুয়ারা ইউনিয়নের লোহারপুল বাজারের মা এন্টারপ্রাইজ যার লইসেন্স রয়েছে ভেজিটেবল ঘি বানানোর লাইসেন্স এবং নাম উল্লেখ আছে “থ্রি স্টার গোল্ড” ঘির। কিন্তু তার বৈধ লাইসেন্সের আড়ালে চলছিল অবৈধ কাজ। ভেজিটেবল ঘি’র না বানিয়ে বানাচ্ছেন বাটার অয়েল তাও ডালডা,পামওয়েল, মানবদেহের ক্ষতিকারক রং, ফ্লেভার এবং কেমিক্যাল দিয়ে। নাম দিয়েছেন “রংধনু” বাটার অয়েল। যা সম্পূর্ন অবৈধ এবং
রবিবার (৮ নভেম্বর) উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিনের অভিযানে তা বেরিয়ে আসে।
এ সময় প্রায় ৩০০ লিটার ব্রান্ডের ভেজাল বাটার অয়েল জব্দ করে ধ্বংস করা হয়।
নির্বাহী অফিসার রুহুল আমিন অভিযানের সত্যতা স্বীকার করে জানান,
লাইসেন্সের আড়ালে সে বিভিন্ন ব্রান্ডের ভেজাল বাটার ওয়েল বানাচ্ছে যেটা আসলে রঙ কেমিক্যাল আর ডালডার মিশ্রন। এসব ভেজাল ঘি, বাটার অয়েল মানবদেহের জন্য ক্ষতিকর। কাউকে পাওয়া যায়নি। কারখানার তালা ভেঁঙ্গে প্রবেশ করি।
সবাইকে এসব কেনা থেকে বিরত থাকার আহবান জানান তিনি।