রবিউল ইসলাম সুইট, হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
হিলি চেকপোষ্ট গেট দিয়ে ভারতে পাচারকালে দেশীয় ১৩০ কেজি (১১৯ পিস) ইলিশ মাছ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ সদস্যরা।
আজ বুধবার সকাল ১০ টায় হিলি সীমান্তের চেকপোষ্ট গেট এলাকা থেকে পণ্য খালাস করে ভারতে ফিরে যাওয়ার সময় খালি ট্রাক থেকে মাছগুলি উদ্ধার করা হয়। বিজিবি হিলি আইসিপি ক্যাম্পের গোয়েন্দা এফএস হাবিব
জানান, ভারত থেকে আমদানিকৃত পণ্য নিয়ে আসা ভারতীয় ট্রাক পণ্য খালাস করে ভারতে যাওয়ায় সময় বাংলাদেশ থেকে ইলিশ মাছ পাচার করে নিয়ে যাওয়া হচ্ছে এমন সংবাদ পায় বিজিবি। সেই সংবাদের ভিত্তিতে বিজিবি হিলি আইসিপি চেকপোষ্টে গেটে দায়িত্বরত বিজিবি সদস্যরা ভারতে গমনের সময় একটি ভারতীয় ট্রাক তল্লাশী করে ১৩০ কেজি (১১৯ পিস) ইলিশ মাছ উদ্ধার করে। উদ্ধারকৃত মাছগুলি মাদ্রাসার এতিম খানায় দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।