ভৈরবে ভূয়া চিকিৎসক ও ৪ প্রতিষ্ঠান কে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত

প্রকাশিত: ৩:২২ পূর্বাহ্ণ, জুলাই ২৬, ২০২০

তানজিল সরকারঃ ভৈরব প্রতিনিধি,কিশোরগঞ্জ।

ভৈরবে এক ভূয়া চিকিৎসক সহ ভ্রাম্যমাণ আদালত ৪ প্রতিষ্ঠান কে জরিমানা করেছে। ২৫শে জুলাই শনিবার বেলা বিকাল ৩টায় ভৈরব বাজার বঙ্গবন্ধু স্মরণী রোড ও কলেজ রোড (মাইকপট্টি) পৌর এলাকায় এ অভিযান পরিচালনা করে এক ভূয়া চিকিৎসক ও ৪ প্রতিষ্ঠান কে মোট ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন ভৈরব উপজেলা নির্বাহি ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি)হিমাদ্রী খ্রীসা।

এই অভিযানে সহযোগীতায় ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক।

ভ্রাম্যমাণ আদলত সূত্রে জানা যায়, ভৈরব বাজার কলেজ রোড পৌর এলাকায় মোস্তুফা মেডিকেল হল নামের একটি ফার্মেসীতে নিয়োমিত রোগী দেখছেন এ.কে আজাদ। এমন তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ফার্মেসীতে অভিযান চলিয়ে মেয়াদোর্ত্তীন ঔষধ সহ ভূয়া এক চিকিৎসক এ.কে আজাদ কে আটক করা হয়।

উক্ত ফার্মেসী তে মেয়াদোর্ত্তীন ঔষধ রাখার দায়ে ওই ফার্মেসী মালিক আরিফ কে ১০হাজার ও ভূয়া চিকিসক এ.কে আজাদ কে ৫০হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়াও ভৈরব সরকারী কে. বি পাইলট মডেল হাই স্কুলের সামনে রিয়াজ ফার্মেসীতে অভিযান চালিয়ে মেয়াদোর্ত্তীন ঔষধ রাখার দায়ে ফার্মেসী মালিক রিয়াজ কে ৫ হাজার টাকা ও একই এলাকায় মাইকপট্টিতে ফুলকলি কোম্পানী ভৈরব বাজার শাখা কে মেয়াদোর্ত্তীন দই রাখার দায়ে ২০হাজার ও বঙ্গবন্ধু স্মরণী আইস কোং মোড়ে আইস কোং বেকারী তে পচা ডিম রাখার দায়ে ১০হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

এ বিষয়ে ভৈরব উপজেলা নির্বাহি ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খ্রীসা বলেন মোস্তুফা মেডিকেল হল নামের এক ফার্মেসীতে ভূয়া চিকিসক এ.কে আজাদ নামের এক ব্যক্তি বিভিন্ন পদবী যেমন : চর্ম, যৌন,এলার্জি, মা ও শিশু সহ সকল রোগের চিকিৎসা দিয়ে যাচ্ছেন অনেক দিন যাবৎ। কিন্তু তিনি চিকিসৎক হওয়ার কোনো প্রকার কাগজ পত্র ও ডাক্তারী সনদ দেখাতে পারে নি।

এমন কি ডাক্তার নামটি লিখতেও তিনি অক্ষম। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভূয়া চিকিৎসক কে ৫০হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং মেয়াদোর্ত্তীন ঔষধ রাখার দায়ে ওই ফার্মেসী মালিক ও রিয়াজ মেডিকেল হল নামের একটি ফার্মেসীর মালিক ও ফুলকলি কোম্পানি ভৈরব বাজার শাখা এছাড়াও বঙ্গবন্ধু স্মরণী রোডে আইস কোং বেকারী কে জরিমানা করা হয়।




error: Content is protected !!