ভৈরবে মানছে না গ্রাম্য শাল্লিসে সামাজিক দূরত্ব

প্রকাশিত: ১১:৫২ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২০

তানজিল সরকার ভৈরব, (কিশোরগঞ্জ)

মহামারী করোনাভাইরাস পরিস্থিতিতে ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মেডিকেল শিক্ষা বিভাগ থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়।

রোজ মঙ্গলবার ২১সে জুলাই কিশোরগঞ্জের ভৈরব উপজেলা স্বাস্থ্য বিধি না মেনে সরকারী বিধি নিষেধ অমান্য করে মুখে মাস্ক না পড়ে সামাজিক দূরত্ব বজায় না রেখে সালিশ করছেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ ফারুক মিয়া।

চেয়ারম্যান এর বাংলো বাড়িতে সালিশ করার সময় দেখা যায় এখানে যারা উপস্থিত ছিলেন অনেকের মুখে মাস্ক ছিলনা। এমকি এখানে কেউ সামাজিক দূরত্ব বজায় ছিল না। যেখানে অন্যদের কাছ থেকে কমপক্ষে ১ মিটার বা ৩ ফুট দূরত্ব বজায় রাখার কথা । কিন্তু দেখা এখানে কেউ দূরত্ব বজায় রাখেনি। এক জন আরেক জনের সাথে শরীর এর সাথে শরীর লাগিয়ে বসে থাকতে দেখা গেছে। এতে করে কোভিড-১৯ করোনাভাইসরাস ছড়ানোর বেশি আশঙ্কা আছে আমরা জানি ।
কারণ, হাঁচি, কাশি বা কথা বলার সময় মানুষের নাক বা মুখ থেকে যে ড্রপলেটস বের হয়, তাতে ভাইরাস থাকতে পারে, আর আক্রান্ত ব্যক্তির খুব বেশি কাছে গেলে শ্বাস-প্রশ্বাসের সাথে এই ড্রপলেটস কোভিড-১৯ এর ভাইরাস নিয়ে আপনার মধ্যে ঢুকতে পারে।

করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার উপায়গুলোর একটি হিসেবে বিশেষজ্ঞরা যে বিষযটির দিকে সবাইকেই খেয়াল রাখতে বলছেন, তাহলো সামাজিক দূরত্ব বজায় রাখা, অর্থাৎ অন্যদের কাছ থেকে শারীরিক ভাবে খানিকটা দূরে থাকা।

এর মধ্যে অন্যতম হচ্ছে, নিয়মিত সাবান-পানি দিয়ে হাত ধোয়া। কারণ সাবান পানি দিয়ে হাত ধোয়া হলে তা হাতে থাকা জীবাণুকে মেরে ফেলে। একই কারণে সাবান-পানি না থাকলে অ্যালকোহল সমৃদ্ধ হ্যান্ড রাব বা স্যানিটাইজার ব্যবহার করতে হবে।




error: Content is protected !!