ভয়াবহ আগুনের পর তীব্র রোদে খোলা আকাশের নিচে রোহিঙ্গাদের মানবেতার জীবনযাপন।
উমার রাযী, কক্সবাজার জেলা প্রতিনিধি-
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুনের পর তীব্র রোদে খোলা আকাশের নিচে এখন মানবেতার জীবনযাপন করছেন মিয়ানমার থেকে প্রাণভয়ে পালিয়ে আসা রোহিঙ্গারা। বিপদ যেন কিছুতেই তাদের পিছু ছাড়ছেনা। প্রায় আড়াই ঘন্টার ভয়াবহ আগুনে কক্সবাজারের উখিয়া ক্যাম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে রোহিঙ্গাদের প্রায় সাড়ে ৫ শতাধিক বসতি। এতে তিন হাজারের বেশী রোহিঙ্গা গৃহহীন হয়ে পড়েছে। সবকিছু হারিয়ে এখন তারা তীব্র গরমের মধ্যে খোলা আকাশের নিচে মানববেতর জীবনযাপন করছেন তারা। পাশাপাশি রয়েছে খাদ্য এবং পানি সংকটও।
সরেজমিনে গিয়ে কথা হয় রশিদা বেগম নামের এক রোহিঙ্গা নারীর সাথে, নিজেদের জন্মভূমি ছেড়ে মিয়ানমার থেকে প্রাণভয়ে পালিয়ে এসে উখিয়ার ক্যাম্প ৫ এর ডি ব্লকে অসুস্থ স্বামী ও ৮ সন্তানকে নিয়ে ঝুপড়ি ঘরে বসবাস করতেন রশিদা বেগম। কিন্তু মঙ্গলবার (০৮ মার্চ) বিকেলে আগুনে মুহুর্তের মধ্যে পুরো ক্যাম্পের ৩টি ব্লক পুড়ে ছাই হয়ে যায়। এতে রশিদা স্বামী ও সন্তান নিয়ে কোনভাবে প্রাণে বাঁচলেও আগুনের হাত থেকে রেহাই পায়নি তার ঘরের গুরুত্বপূর্ণ জিনিসপত্র। এরপর থেকে খোলা আকাশে নিচে তীব্র গরমে কষ্টে দিন কাটছে তাঁর। রশিদা বেগম বলেন-
“গরম বেশি; ছায়া না থাকায় বাচ্চাদের নিয়ে খুব কষ্ট হচ্ছে। যদি ৪টি খুঁটি দিয়ে তার উপর ত্রিপল দেয়া যেত তাহলে গরম থেকে বাচতাম। অনাহারে খুব কষ্টে হচ্ছে।”
শুধু রশিদা নয়; এখন এই ক্যাম্পে সাড়ে ৫’শ পরিবার তথা তিন হাজারের বেশী রোহিঙ্গাদের একই অবস্থা।