মাছবাড়ি স্কুলের ল্যাব থেকে চুরি যাওয়া ১০ টি ল্যাপটপের মধ্যে ৯ উদ্ধার 

প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২২
মিঠুন গোস্বামী রাজবাড়ীঃ
রাজবাড়ীর বালিয়াকান্দি থানাধীন সোনাপুর বাজার সংলগ্ন মাছবাড়িয়া উচ্চ বিদ্যালয় এর শেখ রাসেল ডিজিটাল ল্যাব থেকে ১০ টি চুরি যাওয়া ওয়ালটন ল্যাপটপের মধ্যে ৯টি উদ্ধার করেছে বালিয়াকান্দি থানা পুলিশ। বাকি একটি ল্যাপটপ উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর)  বিকাল ৩টায় চুরি যাওয়া ৯ টি ল্যাপটপ সহ ৩ আসামীকে আটক করা হয়।
আটক কৃত আসামীরা হলেন, বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বড় হিজলী এলাকার আজিজুল ইসলাম ওরফে আজিমদিদন সরদারের ছেলে মোঃ আশিকুর রহমান (১৪), একই ইউনিয়নের ঠাকুরনওপাড়ার আলাউদ্দিন শেখ এর ছেলে মোঃ মনিরুল ইসলাম মনির (১৪) ও বড় হিজলী গ্রামের মোঃ মমিন শেখ এর ছেলে মোঃ ইদ্রিস শেখ (১৭)।
রাজবাড়ী জেলা পুলিশ এক প্রেসনোট এর মাধ্যমে জানান, রাজবাড়ী পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান এর নির্দেশনায় এবং বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান এর তত্তাবধানে বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মনিরুজ্জামান খান এর নেতৃত্তে এসআই রাজিবুল ইসলাম, এসআই টিটুল হোসাইন ও সংগীয় ফোর্সের একটি চৌকস পুলিশ টিম গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার রাত থেকে বৃহস্পতিবার বিকেল অব্দি বালিয়াকান্দি থানা এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত  ঐ স্কুলেরই সপ্তম শ্রেনীর ছাত্র আইনের সাথে সংঘাতে জড়িত তিন শিশু কে আটক করা হয়। এ সময় আইনের সাথে সংঘাতে জড়িত শিশু মোঃ আশিকুর রহমান এর হেফাজত হইতে চুরি যাওয়া ০৪ টি ল্যাপটব এবং আসামী ইদ্রিস শেখ এর হেফাজত হইতে ০৫ টি ল্যাপটব উদ্ধার হয়। ঘটনার সময় তাহারা কম্পিউটার ল্যাবের দরজার তালা কাটঁতে  যে হেক্সো ব্লেড ব্যবহার করেছিল তাহাও উদ্ধার করা হইয়াছে।
অবশিষ্ট ০১ টি ল্যাপটব উদ্ধারের জন্য তৎপরতা অব্যাহত আছে। জিজ্ঞাসাবাদে উক্ত আসামীরা ঘটনার সত্যতা স্বীকার করেছে। তাদেরকে আগামীকাল সকালে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইবে।
উল্লেখ্য গত (২৮ আগষ্ট) দিবাগত রাতে সোনাপুর বাজার সংলগ্ন মাছবাড়িয়া উচ্চ বিদ্যালয় এর শেখ রাসেল ডিজিটাল ল্যাব থেকে ১০ টি ওয়ালটন ল্যাপটব চুরি হয়ে যায়।



error: Content is protected !!