মানব সেবায় নিজেকে বিলিয়ে দিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম।
এস কে ইউসুফ, খুলনা প্রতিনিধি।।
খুলনা দিঘলিয়ায় উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম গত তিন বছরে এক অনাবদ্ধ প্রশাংসা কুড়িয়েছেন, মানব সেবায় নিজেকে বিলিয়ে দিয়ে। এই ভুয়াসী প্রশাংসা শুধু লোক মুখে নয়, নির্বাচনের ইশতিহার অনুয়ায়ী শতভাগ কর্ম সম্পাদন করেই কুড়িয়েছেন। কথায় বলে যেমন কর্ম তেমন ফল।
দিঘলিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন এর বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায় যুগ যুগ ধরে মুক থুবড়ে পড়ে থাকা কিছু উল্লেখ যোগ্য সড়ক, কালভাট সহ অন্যান্য কাজ বর্তমানে আলোর মুখ দেখছে, উপজেলার বিভিন্ন কাঁচা রাস্তা পাকা করন, অবহেলিত পিচের রাস্তা নতুন করে নির্মান, কাজের অগ্রগতি বেশ চোখে পড়ার মতো, এবিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম সাংবাদিকদের জানান তিনি সাধারণ মানুষ কে দেওয়া কথা রাখতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।সাংবাদিক দের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন আমি ৩ বছর ক্ষমতায় এসেছি তবে জনগণ কে দেওয়া কথা রাখতে আমি দিঘলিয়ার ৬ টি ইউনিয়ন এর বিভিন্ন এলাকায় একাধিক উন্নয়ন মুলক কাজ করে আসছি , অবহেলিত একাধিক কাঁচা রাস্তা, নতুন করে পিচের রাস্তা, কালভার্ট, মডেল মসজিদ, মাদ্রাসা সহ অসংখ্য কাজ ইতি মধ্যে সম্পন্ন হয়েছে এমনকি মাননীয় প্রধানমন্ত্রীর উপহার গৃহহীন দের জন্য জমিসহ ঘর আমরা উপহার দিতে পেরেছি , এবং চলমান বেশ কিছু উন্নয়ন মুলক কাজ আরো দ্রুত গতিতে এগিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। তিনি উপজেলা পরিষদের পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে দোয়া চেয়েছেন যাতে আগামী তে ও দিঘলিয়ার উন্নয়ন এ অগ্রনী ভুমিকা রাখতে পারেন।