মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিদ্ধার্থ সাহা

প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, মে ২৪, ২০২০

কক্সবাজার জেলা প্রতিনিধি
ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিদ্ধার্থ সাহা প্রানঘাতি মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে নিজের জীবনের মায়া ত্যাগ করে জালিয়া পালংএ গণ জমায়েত।
সমাজিক দূরত্ব নিশ্চিত করা সহ ইনানী জনপদের মানুষ কে ঘরে বন্দী রাখতে মাঠে ময়দানে কাজ করে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

তা ছাড়া তিনি কর্মহীন হয়ে পড়া অভাব অনটন নিয়ে যাঁরা চাপা ক্ষোভে ভোগছে তাদের খোঁজ খবর ও নিচ্ছেন। এবং সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে সঙ্গীয়ফোস নিয়ে ঘরে ঘরে খাবার ও পোঁছে দিচ্ছেন। জানা যায় ২৪মে রবিবার সকালে জালিয়া পালং পরিবারের একমাত্র অর্থ যোগান দাতা ৫কন্যা সন্তানের বাবা ভ্যান চালক এক ব্যাক্তি অভাব অনটন নিয়ে মানবেতর জীবনযাপন করছে।

এসময় এক অসহায় পরিবারের পক্ষ থেকে মুঠোফোনে মাধ্যমে সংবাদ পেয়ে তার নিজস্ব অর্থায়নে সঙ্গীয় ফোস নিয়ে ওই পরিবারের মাঝে চাল ডাল সহ শুঁকনো খাবার পৌঁছে দিয়ে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাছাড়া ও করোনা মোকাবিলার পাশাপাশি তিনি জালিয়া পালং এ মাদক হাতবদলের স্পটে কড়া নজর রাখছে ইতিমধ্যে তিনি অনেক মাদক বহনকারী ওমাদক ব্যাবসায়ী কে মাদক সহ হাতে নাতে ধরে কারাগারে পাঠিয়েছেন বলে জানান স্থানীয়রা, এবং তিনি ইনানী ফাঁড়ি যোগদান করার পর থেকে জালিয়া পালং অনেক ধরনের অপরাধ কমে যায় জানান ভুক্তভোগী জন সাধারণ। কয়েকটি অস্ত্র উদ্ধার করে উখিয়াগে সুনাম কুড়িয়েছে। মানব পাচারকারীদের চক্ষুশূলে পরিণত হয়েছে। কটেজ গুলোতে জুয়া, দেহ ব্যবসা চিরতরে বন্ধ হয়েছে।

আজ (২৪মে) সকালে আইনশৃঙ্খলা বিষয় নিয়ে ও ত্রান বিতরন নিয়ে তার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান খাবার বিতরণ এটা মানবিক বিষয়। তবে আইন শৃঙ্খলা নিয়ে তিনি বলেন আইন সকলের সমান অধিকার তার কাছে ধনী গরিব কোন ভেদাভেদ নেই অপরাধ করলে দলের নেতা,কোটি পতি ও পার পাবেন না বলে তিনি জানান।




error: Content is protected !!