মির্জাপুরে নকল কেমিক্যাল কোম্পানীর সন্ধান ১জন গ্রেফতার।

প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২০

আলামিন খান,টাঙ্গাইল।
টাঙ্গাইলের মির্জাপুরে দেশী বিদেশী ব্যান্ডের কেমিক্যাল তৈরির নকল কারখানার সন্ধান পেয়েছে র‌্যাবের একটি দল। সেখানে হারপিক, ভিকসল, গ্লাস ক্লিনার, পুটিং, মি. ব্রাসুসহ ৭/৮ প্রকারের দেশী বিদেশী নকল কেমিক্যাল পন্য উৎপাদন ও বাজারজাত করছিল তারা। সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের নেতৃত্বে সদরের বংশাই রোডের ত্রিমোহন স্যালুঘাট এলাকার কারখানায় টাঙ্গাইল র‌্যাব-১২’র একটি দল অভিযান চালায়।
এ সময় নকল ও ভেজাল পন্য তৈরি কারখানার মালিক তোফাজ্জল হোসেন (৬০) কে গ্রেফতার করে তারা। সে উপজেলার ফতেপুর ইউনিয়নের থলপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক আবদুল মালেক নকল কেমিক্যাল কারখানার মালিক তোফাজ্জল হোসেনকে এক বছরের কারাদন্ড ও তিন লাখ টাকা জরিমানা করেন। অভিযানে নেতৃত্ব দেয়া র‌্যাব-১২ ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রওশন আলী জানান, তোফাজ্জল হোসেন শাহিনুর কেমিক্যাল কোম্পানী নাম দিয়ে দীর্ঘদিন ধরে দেশী বিদেশী বিভিন্ন নামী দামী কোম্পানীর কেমিক্যাল পণ্য সামগ্রী নকল করে বাজারজাত করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কারখানার মালিককে গ্রেপ্তার ও বিপুল পরিমান পন্য জব্দ করা হয়েছে।
মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক মো. আবদুল মালেক নকল কেমিক্যাল কারখানার সীলগালা করাসহ মালিক তোফাজ্জল হোসেনকে এক বছরের কারাদন্ড ও তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এর আগে টাঙ্গাইল র‌্যাব-১২ সদস্যরা রাহিম ভূইয়া (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে ৯৮ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে । বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাউলজানি ইউনিয়নের সুন্নাহ পটল পাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের মৃত কদর ভূইয়ার ছেলে। বৃহস্পতিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১২ কোম্পানী কমান্ডার ৩ কমান্ডার মো. রওশন আলী এ তথ্য জানান। প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাহিম ভূইয়াকে ৯৮ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। আসামীকে জিজ্ঞাসাবাদ করলে দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য ইয়াবা অবৈধভাবে সংগ্রহ পূর্বক টাঙ্গাইল জেলার বাসাইল থানার বিভিন্ন এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করে বলে জানায়।
আসামী তার ব্যবহৃত মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে টাঙ্গাইল জেলার বাসাইল থানা এলাকাসহ আশপাশ এলাকায় মাদক সেবীদের নিকট এবং খুচরা মাদক ব্যবসায়ীদের তাদের চাহিদা অনুযায়ী ইয়াবা সরবরাহ এবং যুবকদের মাদক সেবনে উদ্ভুদ্ধ করে আসছে।




error: Content is protected !!