মুন্সিগঞ্জ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে গাড়ির চাপায় ৭০ বছর বয়সের এক বৃদ্ধার মৃত্যু।

প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২০

হাবিব হাসান মুন্সিগঞ্জ প্রতিনিধি,

মুন্সীগঞ্জ সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে গাড়ির চাপায় ৭০ বছর বয়সের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

শুক্রবার ৯ অক্টোবর সকাল সাড়ে ৮ টার সময় উপজেলার নিমতলা নামক স্থানে পথচারী রাস্তা পারাপারের সময় দ্রুতগামী গাড়ীর চাপায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে শিরিয়া বেগম নামের (৭০) বছরের ১ বৃদ্ধার মৃত্যু হয়েছে। সে কেয়াইন ইউনিয়নের হাজীগাঁও কাজিশাল গ্রামের শেখ কাদিরের স্ত্রী।
এ ঘটনায় এলাকাবাসী দেড় ঘন্টা রাস্তা অবরোধ করে রাখে।এতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের উভয় পাশে প্রায় ৭ কি:মি:দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। দীর্ঘ এই যানজটে আটকা পড়ে শত শত যানবাহন এবং হাজার হাজার যাত্রীকে চরম দুর্ভোগ পোহাতে হয় ।
হাসাড়া হাইওয়ে পুলিশের হস্তক্ষেপে প্রায় দেড় ঘন্টা পর যানচলাচল স্বাভাবিক হয় । হাসাড়া হাইওয়ে থানার সাব-ইন্সপেক্টর মুজিবুল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান,দ্রুতগামী গাড়ী চাপায় বৃদ্ধা মারা যায় তবে কোন ধরনের গাড়ী ছিল আমরা জানতে পারিনি। বর্তমানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে যান চলাচল স্বাভাবিক আছে।




error: Content is protected !!