মুন্সিগঞ্জের সিরাজদিখানে জৈনসার ইউনিয়নে হত দরিদ্রের ১০ টাকা কেজিতে চাউল বিতরণ।
হাবিব হাসান, (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:
গত রোববার ২৫ অক্টোবর সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার জৈনসার ইউনিয়নের ভবানীপুর বাজারে হাওলাদার এন্টারপ্রাইজ থেকে এই চাল বিতরণ করা হয়। এসময় প্রতিটি কার্ড ধারিকে ৩০ কেজি করে চাল দেওয়া হয়।
শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই শ্লোগানে মুন্সিগঞ্জের সিরাজদিখানে হত দরিদ্রদের মাঝে ১০ টাকা কেজিতে চাউল বিতরণ করা হয়েছে।
এসময়ে উপস্থিত ছিলেন জৈনসার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম দুদু, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা কামরুন্নেসা, জৈনসার ২ নং ওয়ার্ড সদস্য মো. আবুল কাশেম (মেম্বার) প্রমুখ।
উল্লেখ্য জেলার সিরাজদিখান উপজেলায় ২৮ জন ডিলারের মাধ্যমে ৯ হাজার ১৬ টি পরিবারের মাঝে প্রতি মাসে প্রায় ২ শত ৭১ মে. টন চাউল বিতরণ করা হয়। প্রত্যেক ডিলার ৩২২টি করে পরিবারকে চাউল দিয়ে থাকে, প্রতি পরিবার মাসে একবার ৩০ কেজি করে চাউল পাচ্ছেন।
হাওলাদার এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো.জাহিদুল হক জাহিদ বলেন, আমরা ইউনিয়নের ৩২২ জন হত-দরিদ্র কার্ড ধারীর মাঝে চাউল বিতরণ করব। এসময় তিনি আরো জানান প্রধানমন্ত্রীর দেয়া চাউল সঠিক ভাবে দিতে পেরে আমরা খুশি।
সুবিধাভোগি অনেকে জানান, প্রধানমন্ত্রী চাউল দেওয়ায় আমরা অনেক খুশি এই চাউল না পেলে আমাদের না খেয়ে মরতে হতো। এই করোনা কালে চাউল পাওয়ায় অমাদের অনেক উপকার হয়েছে।