মুন্সীগঞ্জ ট্রাফিক বিভাগের উদ্যোগে মুক্তারপুর রাস্তার খানাখন্দ ভরাটের সংস্কার চলছে
হাবিব হাসান মুন্সীগঞ্জ প্রতিনিধি,
গত বৃহস্পতিবার সকাল ১১ টায় প্রায় ৫০০ মিটার রাস্তার ১৫টির অধিক গর্ত ভরাট করে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে।
ক্রাউন সিমেন্টের গেট থেকে মুক্তারপুর টোল প্লাজা পর্যন্ত সড়কের বিভিন্ন জায়গায় খানাখন্দ রয়েছে এসব খানাখন্দ ভরাটের সংস্কার চলছে।
মুন্সীগঞ্জ জেলার মুক্তারপুর ব্রীজের উত্তর প্বার্শের রাস্তা বেশ কিছুদিন ধরেই ভাঙাচোরা এবং বড় বড় গর্ত হওয়ার কারনে প্রায়ই সময় গাড়ি উল্টে যেত। যার ফলে যানবাহন চলাচল অনুপযোগী হয়ে পড়ে। বৃষ্টি হলে এ ধরনের সমস্যা প্রকট আকার ধারণ করে। সংশ্লিষ্ট অনেকের সাথে যোগযোগ করা হলেও নানা সীমাবদ্ধতার কারণে রাস্তাটির সংস্কার সম্ভব হয়নি। সর্বশেষ জনসাধারনের নিত্য দূর্ভোগ উপলব্ধি করে পুলিশ সুপারের নির্দেশে এবং মুন্সীগঞ্জ ট্রাফিক বিভাগের উদ্যোগে এলাকার জনসাধারনের সহযোগিতায় রাস্তা টি সংস্কার করা হয়।
সার্বিক দায়িত্বে ছিলেন টিআই প্রশাসন মোঃ কাওছার-ই-আলম ও সার্জেন্ট কামরুজ্জামান।