মুন্সীগঞ্জ মেঘনা নদীতে ৭০ কেজি মা ইলিশ ও ৭ কোটি ৫০ লক্ষ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ

প্রকাশিত: ১২:০৩ পূর্বাহ্ণ, অক্টোবর ১৭, ২০২০

হাবিব হাসান মুন্সীগঞ্জ প্রতিনিধি ঃ

মুন্সীগঞ্জ মেঘনা নদীতে ৭০ কেজি মা ইলিশ ও সাড়ে ৭ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ

শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত চর আব্দুল্লাহপুর নৌ পুলিশ ফাঁড়ির অভিযানে মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের বকচর সংলগ্ন মেঘনা নদী থেকে ৭০ কেজি মা ইলিশ ও ২৫ লক্ষ বর্গ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত জালের আনুমানিক মূল্য ৭ কোটি ৫০ লক্ষ টাকা। অভিযানটি পরিচালনা সময় উপস্থিত ছিলেন চর আব্দুল্লাহপুর নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. ফারুক হোসেন, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. টিপু মুন্সীসহ মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ি ও চর আব্দুল্লাহপুর নৌ পুলিশ ফাঁড়ি সদস্যগন। জব্দকৃত মা ইলিশ স্থানীয় মাদ্রাসায় ও এতিমখানায় বিতরন করা হয় ও আটককৃত অবৈধ কারেন্ট জাল চিতলিয়া বাজারের পাশে পুড়িয়ে বিনষ্ট করা হয়।




error: Content is protected !!