মুন্সীগঞ্জে আঞ্চলিক পাসপোর্ট অফিসে অতিরিক্ত আইজিপির পক্ষ থেকে মাক্স প্রদান।

প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২০

হাবিব হাসান মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি,

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (রাজনৈতিক) পলিটিক্যাল স্পেশাল ব্রাঞ্চের মাহবুব হোসেন পিপিএম (বার) বিপিএম(বার) এর পক্ষ থেকে মুন্সীগঞ্জে আঞ্চলিক পাসপোর্ট অফিসে কর্তব্যরত প্রতিটি সদস্যদের জন্য করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে মাস্ক প্রদান করা হয়।

রবিবার (২৭ডিসেম্বর ) বেলা দুপুর সাড়ে বার টার দিকে মুন্সীগঞ্জে আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মোঃ নাজমুল ইসলাম এর হাতে মাস্ক প্রদান করা হয়।

মাস্ক প্রদানকালে উপস্থিত ছিলেন, দৈনিক চৌকস জেলা প্রতিনিধি ও প্রবীন সাংবাদিক শেখ আলী আকবর, ও মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক ও জাতীয় দৈনিক আলোকিত সকাল সদরের মুন্সীগঞ্জ প্রতিনিধি ও জাগো মুন্সীগঞ্জ অনলাইন প্রকাশক সম্পাদক সাংবাদিক মো.সুজন বেপারী সহ বাংলাদেশ পোষ্ট ও কালবেলার জেলা প্রতিনিধি ও অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন মুন্সীগঞ্জ এর যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুবেল।

মুন্সীগঞ্জে আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মোঃ নাজমুল ইসলাম বলেন, করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে মাস্ক রোগ-প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী স্ক্যাবো-৬ ট্যাবলেট ও হোমিওপ্যাথিক বিভিন্ন সামগ্রী ঔষধ প্রদান করায় অতিরিক্ত আইজিপি মাহবুব হোসেন স্যারকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং স্যারের ভবিষ্যৎ জীবনে মঙ্গল কামনা করছি।

অতিরিক্ত আইজিপি মাহবুব হোসেন বলেন, আমি যেই স্কুলে পড়েছি তা মুন্সীগঞ্জে নিরীহ মানুষের ঘামে গড়া। আমি তাদের কাছে ঋণী। অতএব, আমার সামাজিক দায়বদ্ধতা থেকে যতদিন এই মহামারী করোনা ভাইরাস থাকবে ততদিন আমার পক্ষ থেকে বিভিন্ন ধরণের সেবা কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।




error: Content is protected !!